কলকাতা: অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে আফগানদের বিরুদ্ধে একটা অতিমানবিক ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। গতকাল অনেকটা তেমনই ইনিংস খেললেন জস বাটলার (Jos Buttler)। না, ম্যাক্সওয়েলের মত শারীরিক যন্ত্রণা নিয়ে মাঠে লড়তে হয়নি। তবে বাটলার যে ইনিংসটি কাল কেকেআর বিরুদ্ধে খেললেন, তা বিশ্বের সের টি টোয়েন্টি ইনিংসগুলোর একটি হয়ে থাকবে, তা নিশ্চিত। 


৩৩ বছরের ইংরেজ ক্রিকেটার রাজস্থানের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন। ওপেনিংয়ে নেমেছিলেন। শুরুতে একটি ধীর স্থির হয়ে খেলছিলেন। কিন্তু উল্টোদিকে কেউ থিতু হতে পারেননি। একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান শিবির। কিন্তু বাটলার এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে ধীরে ধীরে। একসময় মনে হচ্ছিল যে কলকাতার জয় শুধু সময়ের অপেক্ষা। রাজস্থানের ৮ উইকেটও পরে গিয়েছিল। সেখান থেকে শেষ ৫ ওভারে ৭৯ রান বোর্ডে তুলল রাজস্থান। বলা ভালো রান তুললেন বাটলার। আর কঠিন ম্যাচকে সহজ করে জিতিয়ে দিলেন রাজস্থানকে। 


ইংরেজ তারকার ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তন ইংরেজ অধিনায়ক ও ক্রিকেটার মাইকেল ভন তিনি বলছেন, "নিঃসন্দেহে টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা একটি ইনিংস। সত্যি অসাধারণ!"


 






বাটলার গতকাল কেকেআরের বিরুদ্ধে ৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটার। ইংল্যান্ড দলে তাঁর সতীর্থ বেন স্টোকস লিখেছেন, ''আমি অবাকই হতাম, যদি বাটলার এইভাবে ম্য়াচটা শেষ করতে না পারত। কারণ ও মানুষটা ক্রিকেটার হিসেবে এতটাই ভাল। খেলার পরিস্থিতি বুঝে খেলা ও শট নির্বাচন ওর থেকে সেরা কেউ নেই।''






 


এছাড়াও ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও সোশ্য়াল মিডিয়ায় বাটলারের ইনিংসের প্রশংসা করেছেন। 


 






আইপিএলে নিজের অষ্টম টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন বাটলার।