কলকাতা: রমরমিয়ে শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL 2024)। আর সপ্তদশ আইপিএলের প্রথম সপ্তাহেই ব্যতিক্রমী কিছু ব্যাটিং বিস্ফোরণ দেখা গিয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (KKR) অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) বিধ্বংসী হাফসেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। শিবম দুবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।


তবে ব্যাটিং বিক্রমের নিরিখে সকলকে টেক্কা দিয়েছেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা। যে কারণে, আইপিএলের অরেঞ্জ ক্যাপও এখন ক্লাসেনের দখলে।


কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। অনেক সময় প্রত্যেক দিন অরেঞ্জ ক্যাপের মালিকের নাম পাল্টে যাচ্ছে, এমন ঘটনাও ঘটে। বিশেষ করে টুর্নামেন্ট যত এগোয়, তত বাড়ে ব্যাটারদের রেষারেষি।


একইভাবে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপের মতোই পার্পল ক্যাপ নিয়েও বেশ হাড্ডাহাড্ডি টক্কর হয়। তবে ধারাবাহিকভাবে উইকেট তোলেন যে বোলাররা, লড়াইটা মোটামুটিভাবে তাঁদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। শেষ পর্যন্ত যাঁর দখলে থাকে সবচেয়ে বেশি উইকেট, তিনিই পান পার্পল ক্যাপ।


চলতি মরশুমে আইপিএলে সব দলই অন্তত একটি করে ম্যাচ খেলে ফেলেছে। অরেঞ্জ ক্যাপ রয়েছে ক্লাসেনের দখলে। ২ ম্যাচে ১৪৩ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর ৩৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস নিয়ে এখনও হইচই হচ্ছে। যশপ্রীত বুমরাও তাঁর ব্যাটের ঝড় থামিয়ে রাখতে পারেননি। সব মিলিয়ে বুধবারের ম্যাচে ২৩৫.২৯ স্ট্রাইক রেট রেখে রান করেছেন ক্লাসেন। প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধেও তিনি হাফসেঞ্চুরি করেছিলেন। আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার তিনিই।


অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন বিরাট কোহলি। দীর্ঘদিন পরে যিনি মাঠে ফিরেছেন। এবং ফিরেই নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। ২ ম্যাচে একটি হাফসেঞ্চুরি সহ ৯৮ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোহলি। ২ ম্যাচে ৯৫ রান করে তালিকায় তিনে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। ২ ম্যাচে ৮৯ রান করে মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা রয়েছেন তালিকার চার নম্বরে। ২ ম্যাচে ৮৬ রান করে পাঞ্জাব কিংসের স্যাম কারান রয়েছেন তালিকার পাঁচে। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?


আরও পড়ুন: ধোনিদের কাছে ম্যাচ হেরে ১২ লক্ষ টাকা জরিমানাও গুনতে হচ্ছে শুভমনকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে