জয়পুর: আইপিএলে ১৭তম সংস্করণে (IPL 2024) এখনও পর্যন্ত হোমটিমদের জয়জয়কার। আটটি ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে ঘরের মাঠে খেলা দলগুলি। সেই ধারা ভাঙার লক্ষ্যেই আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ঘরের মাঠ সওয়াই মানসিংহ স্টেডিয়ামে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitlas)। এই ম্যাচ যেমন দুই তরুণ কিপার-ব্যাটার অধিনায়কের মগজাস্ত্রের লড়াই তেমনই ডাগআউটে উপস্থিত দুই দলের দায়িত্বে থাকা কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বনাম রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াইও বটে।


লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটে বলে অনবদ্য টিম পারফরম্যান্সে ভর করে ২০ রানে লখনউকে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল রাজস্থান। তবে পন্থের প্রত্যাবর্তন ম্যাচ কিন্তু দিল্লির জন্য খুব সুখকর হয়নি। চার উইকেটে পাঞ্জাবের বিরুদ্ধে হারতে হয় দিল্লিকে। তাই একদল যেখানে জয়ের ধারা অব্যাহত রেখে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর উদ্দেশ্যে মাঠে নামবে, অন্যদলের লক্ষ্য তেমন মরশুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা। 


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই ম্যাচে খেলোয়াড় পন্থ (Rishabh Pant) এবং স্যামসনের (Sanju Samson) দিকেও কিন্তু নজর থাকবে। মেগা টুর্নামেন্টে কিপার-ব্যাটার হিসাবে ভারতীয় দলে জায়গা পাকা করার লড়াইয়ে দুই ক্রিকেটারই রয়েছেন। দিল্লির জন্য এই ম্যাচের আগে বড় সুখবর দলের তারকা ফাস্ট বোলার অনরিক নখিয়ার প্রত্যাবর্তন। মরশুমের প্রথম ম্যাচে দিল্লির ফাস্ট বোলাররা প্রচুর রান খরচ করেন। নখিয়ার মতো তারকা বোলারের আগমনে বোলিং বিভাগ যে আরও শক্তিশালী হতে চলেছে, তা বলাই বাহুল্য। গত ম্যাচে অভিজ্ঞ ইশান্ত শর্মাও মাত্র দুই ওভার বল করেছিলেন। তাঁর চালকা চোট ছিল, কিন্তু সেই চোট সেরেছে। তিনিও রাজস্থানের বিরুদ্ধে কিন্তু মাঠে নামার জনঅ্য প্রস্তুত।


রাজস্থান রয়্যালসের জন্য প্রথম ম্যাচে সবথেকে ইতিবাচক দিক সম্ভবত রিয়ান পরাগের ব্যাটিং। পরাগকে গত ম্য়াচে ফিনিশার নয়, বরং ব্যাটিং অর্ডার খানিকটা এগিয়ে চার নম্বরে পাঠানো হয়েছিল। তিনি এ বারের গোটা ঘরোয়া মরশুম জুড়েই বিধ্বংসী ফর্মে ছিলেন। আইপিএলের প্রথম ম্যাচে ২৯ বলে ৪৩ রানের পরাগের ইনিংস কিন্তু রাজস্থান ম্যানেজমেন্টকে ভরসা জোগাবে। ম্যাচে 'কুল-চা'র দিকেও কিন্তু সকলের নজর থাকবে। অতীতে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল ভারতীয় দলের হয়ে স্পিন ভেল্কিতে প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছেন। কিন্তু আজ তারা মাঠে নামলেও, একে অপরের প্রতিপক্ষ। কোন স্পিনার নজর কাড়েন সেইদিকেও থাকবে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে সমস্ত রসদই এই রয়েছে, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামলেই ঋষভ পন্থের সেঞ্চুরি নিশ্চিত