PBKS vs CSK LIVE Score: পাঞ্জাবকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ম্য়াচ পয়েন্ট টেবিলে এগলো সিএসকে
IPL 2024, PBKS vs CSK LIVE Score: মুম্বই ইন্ডিয়ান্সের পর মাত্র দ্বিতীয় দল হিসাবে সিএসকেকে নাগাড়ে পাঁচ ম্যাচে হারানোর কৃতিত্ব অর্জন করেছে পাঞ্জাব কিংস।
২৮ রানে ম্য়াচ জিতল সিএসকে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ বোর্ডে তুলতে পারল পাঞ্জাব কিংস।
পাঞ্জাবের অষ্টম উইকেটের পতন। ১৫ ওভার শেষে তাদের স্কোর ৯১/৮।
১২ ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৭৭/৫। ক্রিজে আছেন আশুতোষ শর্মা ও স্যাম কারান।
খাতা খোলার আগেই সিমরনজিতের বলে ক্যাচ আউট হলেন জিতেশ শর্মা।
শশাঙ্ক সিংহ প্যাভিলিয়নে ফিরলেন ২৭ রান করে। মিচেল স্যান্টনারের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি।
খাতা খােলার আগেই আউট রিলি রসৌ। তুষার দেশপাণ্ডের দ্বিতীয় শিকার হলেন তিনি। ৯ রান বোর্ডে তুলতেই ২ উইকেট হারাল পাঞ্জাব কিংস।
পাঞ্জাবের প্রথম উইকেটের পতন। ৭ রান করে আউট হলেন জনি বেয়ারস্টো। দলের ৯ রানের মাথায় পাঞ্জাবের প্রথম উইকেটের পতন।
নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান বোর্ডে তুলে নিল।
ধোনি নামলেন, ধোনি ফিরলন। হর্ষল পটেলের দুরন্ত ইয়র্কার ভেঙে দিল স্টাম্প। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন এমএসডি।
মিচেল স্যান্টনার ১১ রান করে রাহুল চাহারের বলে আউট হয়ে ফিরলেন।
১৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারাল সিএসকে। বোর্ডে তুলতে পেরেছে তারা মাত্র ১১৭ রান।
ড্যারেল মিচেল ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। হর্ষল পটেলের বলে লেগবিফোর হন তিনি।
রাহুল চাহারের বলে প্রথম বলেই খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরলেন শিবম দুবে।
রুতুরাজ ভাল শুরু করেও বড় রান করতে পারলেন না। ২১ বলে ৩২ রান করে আউট হলেন সিএসকে অধিনায়ক।
অর্শদীপ সিংহের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন অজিঙ্ক রাহানে। রাবাডা দুরন্ত ক্যাচ নিলেন।
সিএসকের বিরুদ্ধে টস জিতলেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। প্রথমে বোলিং করবে পাঞ্জাব।
সিএসকের বিরুদ্ধে টস জিতলেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। প্রথমে বোলিং করবে পাঞ্জাব।
মুম্বইয়ের পর মাত্র দ্বিতীয় দল হিসাবে সিএসকেকে নাগাড়ে পাঁচ ম্যাচ হারিয়েছে পাঞ্জাব কিংস। এবার হলুদ ব্রিগেডের বিরুদ্ধে নাগাড়ে ষষ্ঠ ম্যাচ জেতার সুযোগ রয়েছে পাঞ্জাবের।
প্রেক্ষাপট
ধর্মশালা: আইপিএলের (IPL 2024) ইতিহাসে দুটিমাত্র দল চেন্নাই সুপার কিংসকে টানা পাঁচ ম্যাচে হারিয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবং, পাঞ্জাব কিংস (PBKS vs CSK)। ২০২১ সাল থেকে যারা টানা পাঁচ ম্যাচে সিএসকে-কে হারিয়েছে। যার মধ্যে রয়েছে বুধবার মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) ডেরায় গিয়ে সিংহ শিকার করা। দেখে কে বলবে যে, এখনও পর্যন্ত আইপিএল জেতার সৌভাগ্য হয়নি প্রীতি জিন্টার দলের!
রবিবার টানা ছয় ম্য়াচ সিএসকে-কে হারানোর নজির গড়তে পারে পাঞ্জাব কিংস। ধর্মশালায় নিজেদের দ্বিতীয় হোমগ্রাউন্ডে নামছে পাঞ্জাব কিংস। যদিও এবারের আইপিএলে ঘরের মাঠে হতশ্রী রেকর্ড পাঞ্জাবের। মুল্লাপুরের নতুন মাঠে ৫টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছেন স্যাম কারানরা। নতুন মাঠে ভাগ্য ফিরবে, আশায় পাঞ্জাব শিবির। চেন্নাইকে হারাতে পারলে প্লে অফের দৌড়েও ভালমতোই থাকা যাবে, জানেন কোচ সঞ্জয় বাঙ্গারও।
টুর্নামেন্টে সিএসকে-র শুরুটা দারুণ হয়েছিল। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, ছন্দ হারাতে শুরু করেছেন রুতুরাজ গায়কোয়াড়রা। প্রথম দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্সকে হারিয়েছিল সিএসকে। কিন্তু শেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে। তিনটি পরাজয়। টস ভাগ্যও সঙ্গ দিচ্ছে না রুতুরাজের। এখনও পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে ৯টিতে টস হেরেছেন রুতুরাজ। যার মধ্যে টানা পাঁচ ম্যাচে টস হারার অভিজ্ঞতাও হয়েছে তাঁর।
ধর্মশালায় সিএসকে-র সুখস্মৃতি রয়েছে। ২০১০ সালে এই মাঠে শেষ ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবের (তখনকান নাম) ইরফান পাঠানকে জোড়া ছক্কা মেরে চেন্নাইকে জিতিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এবং ম্যাচ জিতিয়ে হেলমেট আছাড় মেরেছিলেন। ধোনির কাছে এরকম আবেগের বহিঃপ্রকাশ ঘটানো বিরলতম দৃশ্য হয়ে রয়েছে।
ফিরতি ম্যাচের আগে পাঞ্জাব শিবিরে অবশ্য শিখর ধবনের ফিটনেস নিয়ে অস্বস্তি আছেই। ধবন এখনও পুরো ফিট নন। পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ সুনীল জোশী জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পাওয়া যেতে পারে ধবনকে। আগের ম্যাচের জয়ী দলই ধরে রাখার সম্ভাবনার কথাও বলেছেন তিনি। অর্থাৎ, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে পাঞ্জাব ফের ভরসা রাখবে প্রভসিমরন সিংহ ও অর্শদীপ সিংহের ওপরই।
তবে বোলিং নিয়ে সমস্যায় চেন্নাই। মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরতে হয়েছে। তুষার দেশপাণ্ডের জ্বর। হয়তো খেলবেন তিনি। দীপক চাহারের চোট। মহেশ তিকশানা ও মিচেল স্যান্টনারের মধ্যে একজনকে দেখা যেতে পারে। অজিঙ্ক রাহানে ও মুকেশ চৌধুরী হতে পারেন চেন্নাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -