IPL Points Table: পরপর ২ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান, দুইয়ে কেকেআর, বাকিরা কে কোথায়?

IPL 2024: পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে রাজস্থান রয়্যালস। ৭ ম্য়াচে ছটিই জিতে ১২ পয়েন্ট-সহ শীর্ষে এখন সঞ্জু স্যামসনরা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট সহ কেকেআর রয়েছে দুই নম্বরে।

Continues below advertisement

কলকাতা: আইপিএলের পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। টুর্নামেন্টের শুরুতে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই প্রথম আইপিএলে প্রথম তিন ম্যাচ টানা জিতেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। যা এর আগের কোনও আইপিএলে হয়নি।

Continues below advertisement

তবে সব হিসেব নিকেশ বদলে গিয়েছে। কারণ, রাজস্থান রয়্যালস জিতেই চলেছে। বিরাট কোহলির সেঞ্চুরির ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছিল রাজস্থান। পাল্টা সেঞ্চুরি করে জস বাটলার রাজস্থান রয়্যালসের জয়ের পথ সুগম করে দিয়েছিলেন। ঠিক একই চিত্রনাট্য ইডেনে কেকেআর বনাম রাজস্থান ম্যাচেও। কেকেআরের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেন সুনীল নারাইন। তবে বাটলার যেন ঠিক করে নিয়েছে, প্রতিপক্ষ কেউ সেঞ্চুরি করলে পাল্টা শতরানে সব প্রচারের আলো নিজের দিকে টেনে নেবেন। ইডেনেও সেঞ্চুরি করে কেকেআরের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছেন। পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে রাজস্থান রয়্যালস। ৭ ম্য়াচে ছটিই জিতে ১২ পয়েন্ট-সহ শীর্ষে এখন সঞ্জু স্যামসনরা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট সহ কেকেআর রয়েছে দুই নম্বরে।

পরপর দুই ম্যাচে হেরে কিছুটা চাপে ছিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে ফের পরপর দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে। ৬ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জিতেছে সিএসকে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পয়েন্ট টেবিলের চারে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা ৬ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। টানা তিন ম্যাচ জিতে উত্তেজনায় ছটফট করছেন হেনরিখ ক্লাসেনরা।

চারটি দল রয়েছে সম সংখ্যক পয়েন্টে। লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্সের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট করে। তবে রান রেটে এগিয়ে থাকায় লখনউ রয়েছে পাঁচ নম্বরে। ছয় থেকে আটে রয়েছে যথাক্রমে দিল্লি, মুম্বই ও গুজরাত।

তবে চাপে রয়েছে দুটি দল - পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে পাঞ্জাব। তালিকায় নয় নম্বরে তারা। আরসিবি ৭টি ম্য়াচ খেলে মাত্র একটিতে জিতেছে, হার ছয় ম্যাচে। ২ পয়েন্ট পেয়েছেন ফাফ ডুপ্লেসিরা। রবিবার ইডেনে কেকেআরের কাছে হারলেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারেন কোহলিরা। 

প্লে অফের দৌড়ে শেষ পর্যন্ত দেখা যাবে কোন চার দলকে?

আরও পড়ুন: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 
Continues below advertisement
Sponsored Links by Taboola