চণ্ডীগড়: আইপিএলে প্রত্যাবর্তন ম্য়াচে জয় পেলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসেবে ২২ গজে ফিরেছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারলেন না। অন্যদিকে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস(Punjab Kings)। অর্ধশতরানের ইনিংস খেললেন স্যাম কারান (Sam Curran)। লোয়ার অর্ডারে ঝড় তুললেন লিয়াম লিভিংস্টোন। যার সুবাদে দিল্লি বধ পাঞ্জাবের। 


১৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হত। গতকাল ১৭৪ রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকে। এদিন ১৭৫ রান করে জয় পেল পাঞ্জাব। ওপেনিংয়ে অধিনায়ক শিখর ধবনের সঙ্গে ক্রিজে ছিলেন জনি বেয়ারস্টো। আগের মরশুমে খেলেননি বেয়ারস্টো। পাঞ্জাবও তাঁর অভাব বোধ করছিল। এবার শুরু থেকেই রয়েছেন তিনি। ৩টি মাত্র বল খেললেও দুটো বাউন্ডারি হাঁকালেন। এমনকী দুর্ভাগ্যবশত রান আউট হতে হয় তাঁকে এদিন। ধবন প্রথম ওভার থেকেই চালিয়ে খেলছিলেন। প্রথম ওভারে পাঞ্জাব বোর্ডে তোলে ১৭ রান। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নেমে প্রভসিমরন সিংহ চালিয়ে খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। তবে দলের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন স্যাম কারান। তাঁর ৪৭ বলে ৬৩ রানের ইনিংসটিই পাঞজাবের জয়ের ভিত গড়ে দেয়। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। জিতেশ শর্মা ৯ রান করেন। লিয়াম লিভিংস্টোন ২১ বলে ৩৮ রান করেন। ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তাঁর ব্যাট থেকেই জয়সূচক ছক্কাটি আসে। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধবন। চার বিদেশি হিসেবে এদিন দিল্লি তাঁকে একদাশে নিয়েছিল মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, ট্রিস্টান স্টাব ও শাই হোপকে। পৃথ্বী শ-কে খেলানো হয়নি। তাঁর বদলে মার্শ ও ওয়ার্নার অজি জুটি নামের ইনিংসের গোড়াপত্তন করতে। শুরু থেকেই মারমুখি ব্যাটিং শুরু করেন ২ জনেই। মাত্র তিন ওভারের মধ্য়ে ৩৯ এ পৌঁছে যায় দিল্লি। শেষ পর্যন্ত অর্শদীপ সিংহ প্রথম আঘাত হানেন দিল্লি শিবিরে। মার্শ ভাল শুরু করেও ২০ রান করে ফেরেন রাহুল চাহারের হাতে ক্যাচ দিয়ে। ওয়ার্নার ২৯ রানের ইনিংস খেলেন তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়ে। শাই হোপ নেমেছিলেন তিন নম্বরে। তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। স্টাব ৫ রান করে ফেরেন। তবে সবার নজর ছিল ঋষভ পন্থের দিকে। প্রায় দেড় বছর পর মাঠে ফিরলেন। জীবন নিয়ে সংশয় ছিল। সেখান থেকে মাঠে ফিরলেন। বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন। ১৩ বলে ১৮ রানের ইনিংস খেললেন দিল্লি অধিনায়ক। ২ টা বাউন্ডারিও হাঁকান।