মোহালি: চোটের জন্য গতকাল রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামেননি তিনি। তাঁর বদলে স্যাম কারান পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের ভার সামলেছিলেন। ম্য়াচ যদিও হেরেছে পাঞ্জাব। কিন্তু এবার প্রীতি জিন্টার চিন্তা আরও বাড়িয়ে দিলেন শিখর ধবন। সূত্রের খবর, আগামী ৭-১০ দিনের জন্য হয়ত মাঠে নামতে পারবেন না 'গব্বর'। কাঁধের চোট পেয়েছেন শিখর। দলের কোচিংয়ের সাপোর্ট স্টাফ সঞ্জয় বাঙ্গার গতকাল রাজস্থান ম্য়াচে পর ধবনের চোটের বিষয়ে কথা প্রসঙ্গে জানিয়েছেন যে আগামী বেশ কয়েকটি ম্য়াচেই মাঠের বাইরে বসতে হবে বাঁহাতি ওপেনারকে। 


গতকাল স্যাম কারানের নেতৃত্বে খেলতে নেমেছিল পাঞ্জাব কিংস। টস করতে এসেই কারান জানিয়েছিলেন যে চোটের জন্য ধবনকে একাদশের বাইরে রাখা হয়েছে। তিনি জানিয়েছিলেন, ''ধবনের কাঁধে চোট রয়েছে। মনে করা হচ্ছে যে আগামী কিছুদিন মাঠের বাইরেই থাকবেন তিনি। ওঁর মত একজন অভিজ্ঞ ব্যাটার ও ওপেনার যে কোনও দলের সম্পদ। ধবনের না থাকাটা সত্যিই আমাদের জন্য খারাপ খবর।''





সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, "এই মুহূর্তে আমরা কোনও কিছুই নিশ্চিত বলতে পারছি না। চিকিৎসায় কেমন সাড়া দেয় ধবন, তার ওপরই ওর মাঠে ফেরা নির্ভর করছে। তবে আগামী দেড় সপ্তাহের ওপর ওকে পাওয়া যাবে না।'' শুধু ধবনই নন, পাঞ্জাব কিংসের উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মার জ্বর এসেছে। ফলে তিনি ম্য়াচের পর মুল্লানপুরেই রয়ে গিয়েছেন।

 

আইপিএল শুরুর আগে ক্যাপ্টেন মিটে জিতেশ শর্মাকে দেখা গিয়েছিল। তখন মনে করা হয়েছিল যে তিনিই বোধহয় ধবনের ডেপুটি হিসেবে কাজ করবেন টুর্নামেন্টে। তবে বাঙ্গার সে সম্ভাবনায় জল ঢেলে দেন। তিনি বলেন, ''জিতেশ কখনওই সহ অধিনায়ক ছিল না দলের। স্য়াম আগের বছরও দলের নেতৃত্বভার সামলেছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্র থেকে আসতে দেরি হয় ওর। তাই আমরা ক্যাপ্টেন মিটে জিতেশকে পাঠিয়েছিলাম। তবে স্যামই ধবনের অনুপস্থিতিতে নেতৃত্বভার সামলাবে দলের।''

 

উল্লেখ্য, গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৭ রান তুলে নিয়েছিল পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ৭ উইখেট হারিয়ে ম্য়াচ জিতে যায় সঞ্জু স্যামসনের দল। ১০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার। তিনিই ম্য়াচের সেরাও নির্বাচিত হন।