আমদাবাদ: গত মরশুমে নাইটদের হয়ে প্রায় সব ম্য়াচেই খেলতে নেমেছিলেন। নিজের পারফরম্য়ান্সের মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছিলেন। এই মরশুমেও দলে রয়েছেন তিনি। কিন্তু প্রথম থেকে সুযোগ আসছিলনা। ফিল সল্ট ধারাবাহিক পারফর্ম করায় একাদশে সুযোগ পাচ্ছিলেন না। ডাগ আউটেই বসে থাকতে হচ্ছিল। কিন্তু তার সঙ্গেই এক অন্য চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছিল রহমনউল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) মাথায়। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ১৪ বলে ২৩ রানের ঝকঝকে ইনিংস খেলার পর কেকেআরের ভিডিও সাক্ষাৎকারে গুরবাজ জানান, তাঁর মা এই মুহূর্তে হাসপাতালে শয্যাশায়ী। মাঝে আফগানিস্তানে ফিরেে গিয়েছিলেন। কিন্তু সল্ট ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর ডাক পড়ে নাইট ম্য়ানেজমেন্টের। দলের প্রয়োজন, মা অন্য়দিকে শয্যাশায়ী, টানাপোড়েনে পড়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পেশাদার ক্রিকেটার হিসেবে ফিরে আসেন, আর গতকাল ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কেকেআরের জয়ে অবদানও রাখেন। 


গতকাল ম্য়াচের শেষে গুরবাজ বলেন, ''আমার মা এখনও অসুস্থ। তার জন্যই আমি আফগানিস্তানে ফিরে গিয়েছিলাম। ফিল সল্ট চলে যাওয়ার পরে আমাকে কেকেআর টিম ম্য়ানেজমেন্ট থেকে ফোন করা হয়। আমাকে ফোন করে এবং মেসেজ পাঠিয়ে বলা হয়, গুরবাজ তোমাকে আমাদের দরকার। তোমার অবস্থা কেমন? ওই বার্তার পরে আমি জানাই, আমি আসছি।''


নিজের ইনিংসে গতকাল ২টো বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান। আফগান উইকেট কিপার ব্যাটার বলেন, ''হাসপাতালে মায়ের চিকিৎসা এখনও চলছে। আমি প্রতিদিনই মায়ের সঙ্গে কথা বলি। আমি জানি কেকেআর-ও আমার আর এক পরিবার। আমাকে ওদের দরকার। তাই আফগানিস্তান থেকে আমি ফিরে এসেছি। খুব কঠিন পরিস্থিতি তবে আমি মানিয়ে নেব।'' 


গতকাল একপেশে লড়াইয়ে সানরাইজার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় কেকেআর। ১৯.৩ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রান বোর্ডে তুলতে পারে সানরাইজার্স। কিন্তু রান তাড়া করতে নেমে ১৪ ওভারের ভেতরেই ম্য়াচ জিতে যায় নাইট শিবির। অর্ধশতরানের ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ আইয়ার। বল হাতে আগুনে স্পেল মিচেল স্টার্কের। তাঁর প্রথম তিন ওভারেই খেলা প্রায় সানরাইজার্সের থেকে কেড়ে নেয় নাইটরা। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে প্লে অফেও পৌঁছে গিয়েছে কেকেআর। ফাইনালেও গুরবাজের ব্যাট চলুক এমনটাই চাইবেন নাইট সমর্থকরা। 


আরও পড়ুন: যুব বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারই টাইগার বধে যুক্তরাষ্ট্র দলের নায়ক