RR vs LSG Live: ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ, ঘরের মাঠে ২০ রানে ম্যাচ জিতল রাজস্থান

IPL 2024 Live Score: রাহুল ও পুরানের লড়াকু ইনিংস ব্যর্থ। সহজে ম্যাচ জিতে অভিযান শুরু রাজস্থান রয়্যালসের।

ABP Ananda Last Updated: 24 Mar 2024 07:26 PM

প্রেক্ষাপট

জয়পুর: ঘরের মাঠে আজ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সুপার সানডের প্রথম ম্য়াচ ও চলতি টুর্নামেন্টের চতুর্থ ম্য়াচে আমনে সামনে সঞ্জু স্যামসন ও কে...More

RR vs LSG Live Score: ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ

শেষ ওভারে মাত্র ৬ রান খরচ করলেন আবেশ খান। ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ সুপার জায়ান্টস। ২০ রানে ম্যাচ জিতে অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস।