RR vs LSG Live: ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ, ঘরের মাঠে ২০ রানে ম্যাচ জিতল রাজস্থান

IPL 2024 Live Score: রাহুল ও পুরানের লড়াকু ইনিংস ব্যর্থ। সহজে ম্যাচ জিতে অভিযান শুরু রাজস্থান রয়্যালসের।

ABP Ananda Last Updated: 24 Mar 2024 07:26 PM
RR vs LSG Live Score: ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ

শেষ ওভারে মাত্র ৬ রান খরচ করলেন আবেশ খান। ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ সুপার জায়ান্টস। ২০ রানে ম্যাচ জিতে অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস।

RR vs LSG Live: ৫৮ রান করে ফিরলেন কে এল রাহুল

৪৪ বলে ৫৮ রান করে ফিরলেন কে এল রাহুল। ১৭ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৫২/৫। ৩০ বলে ৫১ রানে অপরাজিত পুরান। ম্যাচ জিততে আর ১৮ বলে ৪২ রান করতে হবে তাদের। চালকের আসনে রাজস্থান।

IPL LIve Score: বোল্টের এক ওভারে ২০ রান নিলেন নিকোলাস

বোল্টের এক ওভারে ২০ রান নিলেন নিকোলাস পুরান। ১৩ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১২২/৪।

IPL Live Score: লখনউয়ের চতুর্থ উইকেটের পতন

লখনউয়ের চতুর্থ উইকেটের পতন। চাহালের বলে ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে ২৬ রান করে ফিরলেন দীপক হুডা। লখনউয়ের স্কোর ৭.৩ ওভারে ৬০/৪।

IPL Live Score: আউট বাদোনি

নান্দ্রে বার্গারের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন আয়ুশ বাদোনি। লখনউয়ের তৃতীয় উইকেটের পতন। 

IPL Live Score: জোড়া ধাক্কা বোল্টের

শুরুতেই দুরন্ত স্পেল ট্রেন্ট বোল্টের। তুলে নিলেন কুইন্টন ডি'কক (৪) ও দেবদত্ত পড়িক্কলকে (০)। তাঁর একটি বাউন্সার দেবদত্তের হেলমেটে আছড়ে পড়ে। ৩ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১১/২।

IPL Live Score: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ১৯৩/৪

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন রবিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ৫২ বলে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। তাঁর দাপটে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ১৯৩/৪।

RR vs LSG Live: ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৫৮/৪

২৯ বলে ৪৩ রান করে ফিরলেন রিয়ান পরাগ। রবি বিষ্ণোইয়ের বলে ফিরলেন শিমরন হেটমায়ার। ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৫৮/৪।

RR vs LSG Live: ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৫৮/৪

২৯ বলে ৪৩ রান করে ফিরলেন রিয়ান পরাগ। রবি বিষ্ণোইয়ের বলে ফিরলেন শিমরন হেটমায়ার। ১৭ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৫৮/৪।

IPL Live Score: ১২ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১০/২

১২ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১০/২। ক্রিজে রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসন।

RR vs LSG Live: ৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৪৯/২

মহসিন খানকে কার্যত শুয়ে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারলেন যশস্বী। তবে পরের বলেই আউট হয়ে গেলেন। ১২ বলে ২৪ রান করে। ৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৪৯/২।

RR vs LSG Live: ১১ রান করে কট বিহাইন্ড জশ বাটলার

নবীন উল হকের বলে ১১ রান করে কট বিহাইন্ড জশ বাটলার। ৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩২/০।

IPL Live Score: প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। ওপেন করতে নামলেন যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার।

প্রেক্ষাপট

জয়পুর: ঘরের মাঠে আজ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সুপার সানডের প্রথম ম্য়াচ ও চলতি টুর্নামেন্টের চতুর্থ ম্য়াচে আমনে সামনে সঞ্জু স্যামসন ও কে এল রাহুল। অবশ্যই ব্যাটিং লাইন আপের দিক থেকে দেখতে গেলে রাজস্থান শিবির কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। তার অন্যতম কারণ ওপেনিং জুটি জয়সওয়াল ও বাটলার জুটি। দেশের জার্সিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন জয়সওয়াল। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। অন্যদিকে বাটলার যে কোনও সময় এই ফর্ম্য়াটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। এছাড়া সঞ্জু স্যামসন ও মিডল অর্ডারে সিমরন হেটমায়ার রয়েছেন। 


মিডল অর্ডারে ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, জেসন হোল্ডারের মত প্লেয়ার রয়েছেন। এঁরা প্রত্যেকেই খেলার রং বদলে দিতে পারেন। ধ্রুব ইংল্য়ান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন টেস্ট সিরিজে। রিয়ান ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে এসেছেন। হোল্ডার তো বিশ্বমানের অলরাউন্ডার। বোলিং ডিপার্টমেন্টে বোল্ট ও অশ্বিনের উপস্থিতি দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়াও চাহাল রয়েছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি চাহাল। অশ্বিনের সঙ্গে তাঁর জুটি কিন্তু যে কোনও ব্যাটিং লাইন আপের সামনে ত্রাস হয়ে উঠতে পারে। 


অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টস শিবিরে এবার সবচেয়ে বড় ধাক্কা ছিল গৌতম গম্ভীরের সরে দাঁড়ানো। দেশের প্রাক্তন ওপেনার মেন্টর হিসেবে গত দুই বছর যুক্ত ছিলেন দলের সঙ্গে। তবে এবার গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে ফিরে গিয়েছেন। তবে লখনউ শিবিরে রাহুল নিজে তো রয়েইছেন, এছাড়া বিদেশি ও দেশীয় কিছু প্লেয়ার রয়েছেন, যাঁরা নিজেদের দিনে সেরা। শামার জোসেফ এবার নজরে থাকবেন বিশেষ করে। গাব্বা টেস্টে এক ইনিংসে সাত উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। ওপেনিংয়ে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডি কক তো রয়েইছেন। ভারতীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়ুশ বাদোনি ও রবি বিষ্ণোই রয়েছেন। বিষ্ণোই তো দেশের জার্সিতেও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজের জাত চিনিয়েছেন। 


শেষ তিন ম্য়াচের সাক্ষাত দুটো দলের মধ্যে দুবার রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নিয়েছে। তার মধ্যে ২০২২ সালে দুবারের সাক্ষাতে দুবারই জয় পেয়েছে স্যামসনের দল। গত মরশুমে রাহুল ব্রিগেড হারিয়েছিল রাজস্থানকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.