বেঙ্গালুরু: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL 2024)। প্রায় সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। মুম্বইয়ের অ্যাকাডেমিতে এক দফা প্রস্তুতির পর শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্সও। চূড়ান্ত প্রস্তুতি সারতে। আইপিএলে (IPL 2024) বরাবর তারকাখচিত দল গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু ট্রফির দেখা মেলেনি। ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিদের মতো মহাতারকাদের নিয়েও বারবার স্বপ্নভঙ্গ হয়েছে আরসিবির (RCB)। ভাগ্যের চাকা ঘোরাতে কি এবার দলের নাম বদলে ফেলতে চলেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি?


ভাগ্য ফেরাতে নাম বা জার্সি বদল অবশ্য আইপিএলে নতুন নয়। দিল্লি ডেয়ারডেভিলস নাম বদলে পরে দিল্লি ক্যাপিটালস হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব হয়েছে পাঞ্জাব কিংস। ডেকান চার্জার্স অবশ্য মালিকানা বদলের পরই হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর দলের জার্সি কালো থেকে বেগুনি রংয়ের করে ফেলেছিল। এবার কি তবে আরসিবির পালা?


শোনা যাচ্ছে, আরসিবি-ও নাম বদলে ফেলার পথে। ১৯ মার্চ কোহলিদের একটি অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানেই নতুন নাম ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম বদলে করা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর শহরের নাম আগেই বেঙ্গালুরু করা হয়েছে। তারপর থেকেই আরসিবি সমর্থকেরা দলেরও নাম পরিবর্তনের দাবি করে আসছিলেন। সেই দাবিতে সিলমোহর দিতে পারে আরিসিবি ফ্র্যাঞ্চাইজি, দাবি কয়েকটি সূত্রের।


তবে আইপিএল শুরুর আগে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। বলা হচ্ছে, কোহলির টি-টোয়েন্টি ভবিষ্যৎ নাকি অনিশ্চিত। আইপিএলের পর পরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুন-জুলাইয়ে সেই টুর্নামেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায়। জল্পনা শুরু হয়েছে, কোহলির পরিবর্তে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হবে রিঙ্কু সিংহ, তিলক বর্মার মতো তরুণদের? যদিও বোর্ডের এক প্রভাবশালী অংশ সেই জল্পনা উড়িয়ে দিচ্ছে। বলছে, কোহলির কোনও বিকল্প এখনও হাতে নেই। তাছাড়া ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা কোহলি যে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বড় অবদান রাখতে পারেন, সেই সম্ভাবনাও মনে করিয়ে দেওয়া হচ্ছে।










আরও পড়ুন: মনে হচ্ছে ফের অভিষেক হবে, দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে বলছেন পন্থ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে