বেঙ্গালুরু: একদল চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে তুলল সর্বনিম্ন স্কোর। ৬ ওভারে মাত্র ২৩/৩। আর এক দল পাওয়ার প্লে-তে চলতি মরশুমে নিজেদের সেরা স্কোর তুলল। ৯২/১! লক্ষ্য যেখানে মাত্র ১৪৮ রানের। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি ফাফ ডুপ্লেসির। আলোচনা শুরু হয়ে গিয়েছিল, কত তাড়াতাড়ি গুজরাত টাইটান্সের স্কোর পেরিয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB vs GT)।
সেখান থেকে ম্যাচে নাটকীয় পট পরিবর্তন। মাত্র ২৫ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে বসে আরসিবি। বিনা উইকেটে ৯২ থেকে ১১৭/৬ হয়ে যায় তারা। ড্রেসিংরুমে পরপর ফিরে যান ডুপ্লেসি (২৩ বলে ৬৪ রান), উইল জ্যাকস (১ রান), রজত পাতিদার (২ রান), গ্লেন ম্যাক্সওয়েল (৪ রান), ক্যামেরন গ্রিন (১ রান) ও বিরাট কোহলি (৪২ রান)। ভি ভি আই পি বক্সে বসা অনুষ্কা শর্মার (Anushka Sharma) মুখও তখন যেন বিষণ্ণ। এখান থেকে ম্যাচ হেরে যাবেন কোহলিরা (Virat Kohli)?
আরসিবি শিবিরে হাসি ফোটালেন দীনেশ কার্তিক ও স্বপ্নিল সিংহ। ১২ বলে ২১ রানে অপরাজিত রইলেন ডিকে। স্বপ্নিল অপরাজিত রইলেন ৯ বলে ১৫ রান করে। ৬ উইকেট হারিয়ে ৩৮ বল বাকি থাকতে ম্য়াচ জিতে নিল আরসিবি। ৪ উইকেটে হারাল গুজরাত টাইটান্সকে। টানা তিন ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ভেসে রইল আরসিবি। ১১ ম্যাচের শেষে তাদের পয়েন্ট হল ৮। সাত নম্বরে উঠে এল তারা। বাকি তিন ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে শেষ করবে তারা। পয়েন্ট টেবিলে ওপরের দিকে থাকা দল হারলে দরজা খুলে যেতে পারে কোহলি-ডুপ্লেসিদের সামনে।
অন্যদিকে টানা ৩ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে নেমে গেলেন শুভমন গিলরা। ১১ ম্যাচে ৮ পয়েন্ট হল তাদের। শুভমন গিল ছন্দে নেই। গোটা দলই যেন নিষ্প্রভ। শনিবারের ম্যাচে তাদের একমাত্র আশার আলো জশ লিটলের দুরন্ত স্পেল। একপেশে ম্যাচেও প্রাণ ফিরিয়েছিলেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন: স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছিলে? স্টার্ককে প্রশ্ন কেকেআর তারকার, কী জবাব অজ়ি পেসারের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।