মুম্বই: আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগে থেকে তাঁকে নিয়ে হইচই। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্কই হয়েছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটার। টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে তাঁর প্রতিটি বলের দাম ধরে হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে। তিনি কোনও ম্যাচে ব্যর্থ হলে কাঠগড়ায় তোলা হয়েছে।


সব সমালোচনা, সব বিতর্কের জবাব বল হাতেই দিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৩৩ রান খরচ করে নিলেন ৪ উইকেট। যার মধ্যে ১৯তম ওভারে বল করতে এসে নিলেন তিন উইকেট। বিপজ্জনক টিম ডেভিডকে ফেরালেন। ১৯তম ওভারে যখন বল করতে এসেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ জিততে ১২ বলে দরকার ছিল ৩২ রান। স্টার্কের প্রথম বলই গ্যালারিতে ওড়ান টিম ডেভিড। নাইট ভক্তরা বলাবলি করলেন, শুরু হয়ে গেল স্টার্কের রান বিলি করা। স্টার্ক জবাব দিলেন পরের ৪ বলে তিন উইকেট তুলে নিয়ে। প্রথমে ডেভিড। তারপর পীযূষ চাওলা ও জেরাল্ড কোয়েৎজ়ে। দক্ষিণ আফ্রিকার কোয়েৎজ়ের মিডল স্টাম্প ছিটকে দিয়ে হুঙ্কার স্টার্কের। মুষ্টিবদ্ধ দুহাত। শরীরটা পিছনের দিকে ঝুঁকে গেল উৎসবের আতিশয্যে। যেন পারফরম্যান্সেই সব নিন্দার জবাব।


এদিন গ্যালারিতে হাজির ছিলেন এক তারকা অতিথিও। অ্যালিসা হিলি। স্টার্কের স্ত্রী তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ১৯তম ওভারে স্টার্কের প্রথম বলই ডেভিড গ্যালারিতে ওড়ানোর পর যিনি মুষড়ে পড়েছিলেন। তবে স্টার্কের পরের বলেই ডেভিডের ক্যাচ লং অফ বাউন্ডারিতে শ্রেয়স আইয়ার তালুবন্দি করতেই ভি ভি আই পি বক্সে থাকা হিলি নেচে ওঠেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


ম্যাচের শেষে যা নিয়ে স্টার্কের সঙ্গে খুনসুটি করেছেন বেঙ্কটেশ আইয়ার। যিনি ম্যাচের সেরা হয়েছিলেন। বেঙ্কি স্টার্ককে জিজ্ঞেস করেন, স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছিলেন। স্ত্রী ভাগ্য আগে কেন সঙ্গে করে নিয়ে আসেননি। স্টার্ক জবাবে জানান, টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলার ধকল কাটানোর জন্য বাড়িতে বিশ্রামে ছিলেন হিলি।


বেঙ্কটেশ প্রশ্ন করেন, 'মিচ, দারুণ বল করেছো। তবে এতদিন অ্যালিসা হিলিকে লুকিয়ে রেখেছিলে কোথায়?' স্টার্ক জবাব দেন, 'ও বাড়ি গিয়েছিল কারণ আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বেশ কয়েকদিন বাইরে থাকতে হয়েছিল। তবে ও এখন এখানে আছে আর আশা করি শেষ পর্যন্ত থাকবে।'


স্পেলের শেষ ওভারে কী পরিকল্পনা ছিল, সেটাও জানিয়েছেন স্টার্ক। তাঁর কথায়, 'আমি একটু ভিডিও দেখছিলাম। কয়েকজনের সঙ্গে কথাও বলি আর সেই অনুযায়ী কিছু পরিবর্তন করি। আমার মনে হয়নি কিছু ভুল করছি। কিছু বল সঠিক জায়গায় ফেলতে পেরে ভাল লাগছে। ম্যাচটাকে শেষ করে আসতে পেরেছি। অবশ্যই টিমি (টিম ডেভিড) প্রথম বলটি উড়িয়ে দেয়। স্পিনাররা মাঝের ওভারগুলোয় দারুণ বল করেছিল।'


চলতি আইপিএলে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন স্টার্ক।


আরও পড়ুন: কেন টি-২০ বিশ্বকাপের দলে নেই রিঙ্কু? কারণ ব্যাখ্যা করে দিলেন সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।