বেঙ্গালুরু: ম্যাচের অনেক আগে থেকেই আলোচনা চলছিল, কলকাতা নাইট রাইডার্সের (KKR) ডাগ আউটের দিকে চাইলে কি বাড়তি উৎসাহ পাবেন বিরাট কোহলি (Virat Kohli)? সেখানে যে বসে থাকবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লির দুই তারকা ক্রিকেটারের সম্পর্ক কী রকম, আট থেকে আশি সকলেরই জানা। গত আইপিএলেই (IPL 2024) লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে গম্ভীর-কোহলি মাঠেই বিবাদে জড়িয়েছিলেন।


গম্ভীর দর্শনের জন্যই কি না জানা না গেলেও, শুক্রবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সর্বোচ্চ স্কোরার হিসাবে স্কোরবোর্ডে জ্বলজ্বল করল কোহলির নামই। মাত্র ৩৬ বলে হাফসেঞ্চুরি। ৫৯ বলে ৮৩ রান করে অপরাজিত রইলেন কোহলি।


ব্যাটে রান পেয়ে যেন বিতর্কের আগুনেও জল ঢাললেন কোহলি। আরসিবি ইনিংসের ফাঁকে জলপানের বিরতিতে মাঠে ঢুকেছিলেন গম্ভীর। যিনি শিবির বদল করে এখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। কোহলিকে দেখা গেল গম্ভীরের সঙ্গে কথা বলছেন। দুজনের সম্পর্কের বরফও যেন গলার ইঙ্গিত। ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও মজা করে বলে ফেললেন, 'দারুণ স্পিরিট দেখাল দু'জন। দর্শকেরা হয়তো এই দৃশ্য দেখে খুব একটা খুশি হবেন না।'


গোটা ম্যাচে কেকেআরের ফিল্ডিং অবশ্য স্বস্তি দেবে না গম্ভীরকে। তিন-তিনটি ক্যাচ পড়ল। যার মধ্যে দুটি পড়ল গ্লেন ম্যাক্সওয়েলের। প্রথমবার ১১ রানের মাথায়। নারাইনের বলে ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন রামনদীপ সিংহ। হর্ষিত রানার বলে ২১ রানের মাথায় ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন নারাইন। শেষ পর্যন্ত ১৯ বলে ২৮ রান করে ফিরলেন ম্যাড ম্যাক্স। পরে অনুজ রাওয়াতের ক্যাচ ফেললেন বরুণ চক্রবর্তী। আন্দ্রে রাসেলের বলে।


রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। প্রথম ম্যাচে বল হাতে ব্যর্থ। দ্বিতীয় ম্যাচেও নজর কাড়তে পারলেন না অস্ট্রেলিয়ার স্পিডস্টার। ৪ ওভারে ৪৭ রান খরচ করলেন স্টার্ক। দুই ম্যাচে ৮ ওভারে ১০০ রান খরচ করলেন অস্ট্রেলীয় তারকা।


বরং বল হাতে প্রত্যেক ম্যাচে উইকেট তুলে চলেছেন তরুণ হর্ষিত রানা। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের নায়ক এদিনও তুলে নিলেন দুই উইকেট। ফাফ ডুপ্লেসি ও অনুজ রাওয়াতকে ফেরালেন। আরসিবি শুরুতে যে ফিফথ গিয়ারে ব্যাটিং শুরু করেছিল, ৯ ওভারে উঠে গিয়েছিল ৮২/২, সেই ইনিংসকে ব্রেক লাগালেন রাসেল। ৪ ওভারে ২৯ রান খরচ করে তুলে নিলেন ২ উইকেট। শেষ পর্যন্ত ১৮২/৬ তুলল আরসিবি। কেকেআরের সামনে ১৮৩ রান তুলে ম্যাচ জেতার হাতছানি। কোহলি ছাড়া রান পেয়েছেন ক্যামেরন গ্রিন। ২১ বলে ৩৩ রান করলেন। ৮ বলে ২০ করলেন দীনেশ কার্তিক।


আরও পড়ুন: পাঁচশো টি-টোয়েন্টি! মাইলফলক স্পর্শ করলেন কেকেআরের স্পিনার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে