RCB vs KKR Live Update: চলতি আইপিএলে প্রথম দল হিসাবে অ্যাওয়ে ম্যাচে জয়ী কেকেআর, পয়েন্ট টেবিলের দুইয়ে শ্রেয়সরা

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders: কোহলির ইনিংসও ব্যর্থ। পয়মন্ত চিন্নাস্বামীতে ফের উড়িল নাইটদের পতাকা।

ABP Ananda Last Updated: 29 Mar 2024 11:17 PM
RCB vs KKR Live: ম্যাচের সেরা নারাইন

১ উইকেট ও ঝোড়ো ৪৭ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন নারাইন। চলতি আইপিএলে প্রথম দল হিসাবে অ্যাওয়ে ম্যাচে জিতল কেকেআর। কেকেআরের কাছে পয়মন্ত চিন্নাস্বামী। ২০১৪ সালে এই মাঠেই পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০১৫ সাল থেকে চিন্নাস্বামীতে হারেনি নাইটরা।

IPL Live Score: মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল কেকেআর

১৯ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল কেকেআর। ৩০ বলে ৫০ করলেন বেঙ্কটেশ।

RCB vs KKR Live: ৫ ওভারে মাত্র ১৬ রান চাই কেকেআরের

২৯ বলে হাফসেঞ্চুরি বেঙ্কটেশের। ১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬৭/২। সঙ্গে শ্রেয়স ১৯ বলে ২৬ রানে অপরাজিত। ম্যাচ জিততে আর ৫ ওভারে মাত্র ১৬ রান চাই কেকেআরের।

RCB vs KKR Live: ১৩ ওভার শেষে নাইটদের স্কোর ১৪৪/২

১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান বোর্ডে তুলল কেকেআর। ৩৯ রানে অপরাজিত বেঙ্কটেশ আইয়ার ও ১৬ রানে অপরাজিত শ্রেয়স।

IPL Live Score: ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ১১২/২

১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১২ রান বোর্ডে তুলে নিল কেকেআর। ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ আইয়ার।

RCB vs KKR Live: ৮ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯৩/২

২০ বলে ৩০ রান করে ফিরলেন সল্ট। ৮ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯৩/২।

IPL Live Score: ৪৭ রান করে ডাগরের বলে ফিরলেন সুনীল নারাইন

২২ বলে ৪৭ রান করে ময়ঙ্ক ডাগরের বলে ফিরলেন সুনীল নারাইন। ৭ ওভারের শেষে কেকেআর ৮৯/১।

RCB vs KKR Live: ৫ ওভারের শেষে কেকেআর ৬৪/০

৫ ওভারের শেষে কেকেআর ৬৪/০। সুনীল নারাইন ১৫ বলে ৩১ রানে ও ফিল সল্ট ১৫ বলে ২৭ রানে অপরাজিত।

KKR vs RCB Live: ৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৬/০

৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৬/০।

IPL Live: ১ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৮/০

বিধ্বংসী মেজাজে ফিল সল্ট। ১ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৮/০।

RCB vs KKR Live Score: ৮৩ রানে অপরাজিত কোহলি

শেষ ওভারে ১৬ রান খরচ করলেন স্টার্ক। ৪ ওভারে দিলেন ৪৭ রান। ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত কোহলি। ২০ ওভারে আরসিবি তুলল ১৮২/৬।

IPL Live Score: ১৭ ওভারের শেষে আরসিবির স্কোর ১৪৮/৪

রাসেলের বলে ফিরলেন পাতিদার (৩)। অনুজ রাওয়াতের ক্যাচ পড়ল। ১৭ ওভারের শেষে আরসিবির স্কোর ১৪৮/৪।

RCB vs KKR Live Score Updates: নারাইনের বলে ফিরলেন ম্যাড ম্যাক্স

১৯ বলে ২৮ রান করে নারাইনের বলে ফিরলেন ম্যাড ম্যাক্স। ৬২ রান করে ক্রিজে কোহলি। ১৫ ওভারের শেষে আরসিবির স্কোর ১৩৪/৩।

RCB vs KKR Live: ২১ রানের মাথায় ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন নারাইন

হর্ষিত রানার বলে ২১ রানের মাথায় ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন নারাইন। ১৪ ওভারের শেষে আরসিবি ১২৪/২।

IPT Live: ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন রামনদীপ

১১ রানের মাথায় নারাইনের বলে ম্যাক্সওয়েলের ক্যাচ ফেললেন রামনদীপ। ১৩ ওভারের শেষে আরসিবি ১০৯/২।

RCB vs KKR Live: ৩৬ বলে হাফসেঞ্চুরি বিরাট কোহলির

৩৬ বলে হাফসেঞ্চুরি বিরাট কোহলির। ১২ ওভারের শেষে আরসিবির স্কোর ১০৪/২।

IPL Live Update: গ্রিনকে বোল্ড করে দিলেন রাসেল

ক্যামেরন গ্রিনকে (২১ বলে ৩৩ রান) বোল্ড করে দিলেন রাসেল। ৯ ওভারের শেষে আরসিবির স্কোর ৮২/২।

KKR vs RCB Live: প্রথম ওভারেই ১৫ রান খরচ করলেন নারাইন

প্রথম ওভারেই ১৫ রান খরচ করলেন নারাইন। পাওয়ার প্লের ৬ ওভারের শেষে আরসিবির স্কোর ৬১/১।

RCB vs KKR Live: প্রথম উইকেটের পতন

প্রথম ওভারেই সাফল্য পেলেন হর্ষিত রানা। ওভারের পঞ্চম বলে স্কুপ মেরে বল বাউন্ডারি পার পাঠান ডু প্লেসি। তবে শেষ বলে ফের একবার স্কুপ মারতে গিয়ে ফাইন লেগে স্টার্কের হাতে ধরা দিলেন ডু প্লেসি। তিনি আট রানে আউট হলেন। ১৭ রানে প্রথম উইকেট হারাল আরসিবি।

RCB vs KKR Live Update: প্রথম ওভারে ৭ রান

আইপিএলের প্রথম ওভারে মিচেল স্টার্কের বিরুদ্ধে সাত রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ছয় ও ডু প্লেসি এক রানে ব্যাট করছেন। 

RCB vs KKR Live: কেকেআরের একাদশে অনুকূল

টস জিতে প্রথমে ফিল্ডিং করছে কেকেআর। একাদশে রাখা হয়েছে অনুকূল রায়কে। নেই নীতীশ রানা। যদিও দুটি টিমলিস্ট নিয়ে টস করতে গিয়েছিলেন শ্রেয়স। জানালেন, তিনি একটু ধন্দে পড়ে গিয়েছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে অঙ্গকৃষ রঘুবংশীকে।

RCB vs KKR Live Update: টস জিতে ফিল্ডিং কেকেআরের

টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠালেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।

IPL Live: নজরে গম্ভীর-কোহলি

দুই দলের দুই মহাতারকার উপস্থিতি এই ম্যাচে বাড়তি মশলার জোগান দিচ্ছে। কে সেই দুই তারকা? তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোহলি-গম্ভীরের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দিল্লির দুই ছেলে অতীতে ২০১৩ সালে যথাক্রমে আরসিবি এবং কেকেআরের অধিনায়ক থাকাকালীন ম্যাচের মাঝেই তর্কাতর্কিতে জড়িয়ে ছিলেন। ২০১৬ সালেও গম্ভীরের নন স্ট্রাইক এন্ডে করা এক থ্রোকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বচসা বাধে।

RCB vs KKR Live: ফের নারাইনের ঘূর্ণিজালে আটক হবে আরসিবি?

সুনীল নারাইনের বিরুদ্ধে হতশ্রী রেকর্ড আরিসিবি-র তিন বড় নাম - ফাফ ডুপ্লেসি (৭০ বলে ৫৪ রান, দুবার আউট), বিরাট কোহলি (১৪৫ বলে ১৪১ রান, চারবার আউট) ও গ্লেন ম্যাক্সওয়েলের (৮৬ বলে ৯৪ রান, চারবার আউট)। আজ কি ফের নারাইনের ঘূর্ণিজালে আটক হবে আরসিবি?

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: আজ কি বল হাতে দৌড় শুরু করার সময় গত বছরের সেই ম্যাচের কথা মনে পড়বে তাঁর? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে...র মতো। সেই ম্য়াচ যে তাঁর কাছে অভিশপ্ত হয়ে রয়েছে। সে যতই এবার তাঁর জার্সি বদলে যাক না কেন!


তিনি, যশ দয়াল (Yash Dayal)। গত আইপিএলে (IPL 2024) খেলেছিলেন গুজরাত টাইটান্সে (Gujarat Titans)। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম জিটি ম্যাচে শেষ ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। কেকেআরের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ২৯ রান। অতি বড় নাইট সমর্থকও ভাবেননি যে, সেই ম্যাচ জিততে পারে কেকেআর। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন একজন। রিঙ্কু সিংহ। যশ দয়ালের শেষ ওভারে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কায় কেকেআরকে উপহার দিয়েছিলেন স্বপ্নের রাত। সেই বিপর্যয়ের পর এমনই ভেঙে পড়েছিলেন দয়াল যে, গুজরাতের অধিনায়ক হার্দিক পরে জানান, ওজন কমে গিয়েছিল তাঁর।


সেই ম্যাচের পর বছর ঘুরে গিয়েছে। দয়াল এখন খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের রিঙ্কু বনাম দয়াল লড়াই।


ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কেকেআর। শুক্রবার দ্বিতীয় ম্যাচ নাইটদের। সেই ম্যাচে কেমন হতে পারে কেকেআরের একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ারই বা হবেন কে?


এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে আগের ম্যাচের দলই ধরে রাখতে চলেছে কেকেআর। সেক্ষেত্রে কেকেআর প্রথমে ব্যাটিং করলে রামনদীপ সিংহ থাকবেন একাদশে। পরে বোলিংয়ের সময় তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হবে স্পিনার সূয়স শর্মাকে। কেকেআর প্রথমে ফিল্ডিং করলে সূয়সই থাকবেন একাদশে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামবেন রামনদীপ।


আরসিবি-র একাদশেও বদলের সম্ভাবনা কম। আগের ম্য়াচে যাঁরা খেলেছিলেন, তাঁরাই সম্ভবত থাকবেন। প্রথমে ব্যাটিং করলে মহীপাল লোমরর থাকতে পারেন একাদশে। সেক্ষেত্রে দয়াল নামবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। প্রথমে ফিল্ডিং করলে ঠিক বিপরীত কৌশল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.