বেঙ্গালুরু: সোমবার আইপিএলে (IPL) মহারণ। ঘরের মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সামনে পাঞ্জাব কিংস (PBKS)। প্রথম ম্যাচে আরসিবি পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে গিয়েছিল। অন্য দিকে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এসেছেন শিখর ধবনরা (Shikhar Dhawan)।


প্রথম ম্যাচে চিপকে সিএসকে-র কাছে হেরে যাওয়ার পর অবশ্য আরসিবি টানা তিন ম্যাচ খেলবে ঘরের মাঠে। পছন্দের পরিচিত পরিবেশে টানা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করার সুযোগ রয়েছে। তবে ঘরের মাঠকে কোনওদিনই দুর্গ বানাতে পারেনি আরসিবি। তাই সোমবারও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের পরীক্ষাটা সহজ হবে না।


দীনেশ কার্তিক (Dinesh Karthik) নন, আরসিবি-র হয়ে উইকেটকিপিং করছেন অনুজ রাওয়াত (Anuj Rawat)। আরসিবি প্রথমে ব্যাট করলে দীনেশ কার্তিক ব্যাটার হিসাবে থাকবেন। পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁর পরিবর্তে নামানো হতে পারে যশ দয়ালকে (Yash Dayal)। সেই যশ দয়াল, যিনি গত মরশুমে খেলেছেন গুজরাত টাইটান্সে (Gujarat Titans)। এবং যাঁর এক ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিংহ। যশ দয়াল এবার খেলছেন আরসিবি-তে। তাঁকে সোমবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে আরসিবি।


অন্য দিকে, পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করলে প্রভসিমরন সিংহ একাদশে থাকতে পারেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে পরে নামানো হতে পারে অর্শদীপ সিংহকে। 


 






রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য দল: বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত (উইকেটকিপার), দীনেশ কার্তিক, রিস টপলি/আলজারি জোসেফ, কর্ণ শর্মা, ময়ঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ ও যশ দয়াল।              


পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল: শিখর ধবন (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিংহ, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিংহ, হরপ্রীত ব্রার, হর্ষল পটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার ও অর্শদীপ সিংহ।


আরও পড়ুন: কেকেআর শিবিরে রং বরষে... দোলের দিনও প্র্যাক্টিস নাইটদের, সকালে চলল দোল খেলা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে