লখনউ: আইপিএলে (IPL 2024) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরিবর্তে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। যা নিয়ে বিতর্কে তোলপাড় হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। 


তবে রোহিত শর্মা (Rohit Sharma) রয়েছেন খোশমেজাজে। তাঁকে অধিনায়ক করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স মোটেও স্বস্তিতে নেই। ১০ ম্য়াচের মধ্যে সাতটিতে পরাজয়। মাত্র ৩টি জয়। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে রয়েছে মুম্বই।


মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ম্যাচের পর রোহিতকে দেখা গেল খোশমেজাজে। লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার অমিত মিশ্রর সঙ্গে খুনসুটি করলেন টিম ইন্ডিয়ার সেনাপতি।


লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেখানেই অমিত মিশ্রর সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে হিটম্যানকে। 


রোহিত লেগস্পিনার অমিত মিশ্রর বয়স কত জানতে চান। তাতে অমিত বলেন, তাঁর বয়স ৪০ বছর। রোহিত অবাক হয়ে প্রশ্ন করেন, 'সেকি! তুমি আমার থেকে মোটে তিন বছরের বড়!' অমিত তাঁকে বলেন, তাঁর বয়স ৪১ বছর। রোহিত তখন মজা করে বলেন, 'আরে ইয়ার... তোমার যখন অভিষেক হয়, আমরা ন্যাপি পরতাম।'


 






মঙ্গলবার লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে বল করে মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১৪৪ রানেই আটকে রাখতে সক্ষম হন লখনউ সুপার জায়ান্টসের বোলাররা। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে মুম্বই কখনই বড় রানের দিকে এগিয়ে যেতে পারেনি। ঈশান কিষাণ ৩২ রানের ইনিংস খেললেও, ১০০-র কম স্ট্রাইক রেটে আসে সেই রান। নেহাল ওয়াধেরা ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেন। শেষের দিকে টিম ডেভিড অপরাজিত ৩৫ রান করে মুম্বইকে ১৪৪ রান তুলতে সাহায্য করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় লখনউ।                                   


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূল দলে ব্রাত্য, হতাশ রিঙ্কুকে আগলে রাখছেন স্বয়ং শাহরুখ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।