RR vs MI LIVE Score: যশস্বীর ব্যাটের শাসন, একপেশে ম্যাচে মুম্বইকে উড়িয়ে প্লে অফের আরও কাছে রাজস্থান

IPL 2024, RR vs MI LIVE Score: দুই দলের প্রথম সাক্ষাৎকারে মুম্বইকে তাদেরই ঘরের মাঠে কার্যত হেলায় হারিয়েছিল রাজস্থান। মুম্বইয়ের সামনে সেই হারের বদলা নেওয়ার সুযোগ।

ABP Ananda Last Updated: 22 Apr 2024 11:45 PM

প্রেক্ষাপট

জয়পুর: টুর্নামেন্টের শুরুতেই নাগাড়ে তিন হার। প্রবল সমালোচনা, এসবের মাঝেও শান্ত গলায় মুম্বই ইন্ডিআন্স (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) কেবল বলেছিলেন আমরা শুরুটা মন্থরভাবেই করি। পাণ্ড্য যে খুব...More

IPL Live: ৮ বল বাকি থাকতে ৯ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান

৫৯ বলে সেঞ্চুরি যশস্বীর। ৮ বল বাকি থাকতে ৯ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান।