গুয়াহাটি: একদল আগেই আইপিএলের (IPL 2024) প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলেছে। অন্য দল প্লে অফের দৌড় থেকে বহু আগেই ছিটকে গিয়েছে। তবু, বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস (RR vs PBKS) ম্যাচের দিকে নজর রয়েছে সকলের। কলকাতা নাইট রাইডার্সেরও। কারণ, এই ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের প্রতিপক্ষ হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাবে রাজস্থান রয়্যালস। সেক্ষেত্রে রাজস্থানের পয়েন্ট হবে ১৮ এবং একমাত্র সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া আর কোনও দলই তাদের পেরিয়ে যেতে পারবে না।


এই পরিস্থিতিতে ঘরের মাঠে অবশ্য সঞ্জু স্যামসনদের ব্যাটে পরিচিত ঝড় উঠল না। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪৪/৯ স্কোরে আটকে গেল রাজস্থান।                           


 






জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের পাশাপাশি গুয়াহাটির এই মাঠও এবারের আইপিএলে রাজস্থানের হোমগ্রাউন্ড। রাজস্থানের অন্য়তম তারকা রিয়ান পরাগের ঘরের মাঠ। সেই মাঠে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালদের ব্যর্থতার দিন জ্বলে উঠলেন রিয়ানই। ৩৪ বলে করলেন ৪৮ রান। রিয়ানই রাজস্থানের সর্বোচ্চ স্কোরার।                            


টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই যশস্বী আউট হন। মাত্র ৪ রানে। রান পাননি টম কোহলার ক্যাডমোর (১৮) ও সঞ্জু স্যামসনও (১৮)। তবে চার নম্বরে নেমে প্রতিরোধ গড়ে তোলেন রিয়ান। সঙ্গত করেন অশ্বিন। ২৮ রান করেন তামিলনাড়ুর অফস্পিনার। পাঞ্জাব বোলারদের মধ্যে ৩ ওভারে ২৪ রানে ২ উইকেট স্যাম কারানের। রাহুল চাহার ও হর্ষল পটেলও ২টি করে উইকেট নিয়েছেন। ১৩ ম্য়াচে ২২ উইকেট হয়ে গেল হর্ষলের। যশপ্রীত বুমরার কাছ থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন তিনি।


আরও পড়ুন: আচমকা সংক্রমণ, IPL-এর মাঝেই দেশে ফিরতে হল রাবাডাকে, কী এই সেলুলাইটিস? কতটা ভয়ের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।