RR vs PBKS LIVE Score: আইপিএলে অঘটন! রাজস্থানের ডেরায় গিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতল পাঞ্জাব কিংস

IPL 2024 RR vs PBKS: আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে দিল পাঞ্জাব কিংস।

ABP Ananda Last Updated: 15 May 2024 11:15 PM
RR vs PBKS Live: রাজস্থানকে ৫ উইকেটে হারাল পাঞ্জাব

৪১ বলে ৬৩ রানে অপরাজিত স্যাম কারান। ৭ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ পাঞ্জাবের। রাজস্থানকে ৫ উইকেটে হারাল পাঞ্জাব। 

IPL Live: ২৪ বলে পাঞ্জাবের চাই আর ৩৩ রান

২০ বলে ২২ করে ফিরলেন জিতেশ শর্মা। ১৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ১১২/৫। ২৪ বলে চাই আর ৩৩ রান। ৩৩ বলে ৪৬ রানে ক্রিজে কারান।

RR vs PBKS Live: ১০ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৬৩/৪

১৪ রান করে চাহালের বলে আউট বেয়ারস্টো। ১০ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৬৩/৪।

IPL Live: ৭ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৪৪/৩

১৩ বলে ২২ করে ফিরলেন রুসৌ। ০ করে ফিরলেন শশাঙ্ক। ৭ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৪৪/৩।

PBKS vs RR Live: ৩ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ২৬/১

শুরুতেই প্রভশিমরনকে (৬ রান) তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ৩ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ২৬/১।

IPL Live Score: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪৪/৯ স্কোরে আটকে গেল রাজস্থান

ঘরের মাঠে অবশ্য সঞ্জু স্যামসনদের ব্যাটে পরিচিত ঝড় উঠল না। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪৪/৯ স্কোরে আটকে গেল রাজস্থান।

IPL Live: ১৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১৩/৬

১৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১৩/৬। ধ্রুব জুরেল কোনও রান না করে ও রোভম্যান পাওয়েল ৪ রানে ফিরলেন। ৩৪ রানে ক্রিজে রিয়ান পরাগ।

RR vs PBKS Live Score: ২৮ রান করে ফিরলেন অশ্বিন

১৯ বলে ২৮ রান করে ফিরলেন অশ্বিন। ১৩ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৯২/৪।

RR vs PBKS Live: ৯ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৫৩/৩

১৮ রান করে রাহুল চাহারের বলে ফিরলেন কোহলার। ১৮ রান করে এলিসের শিকার স্যামসন। ৯ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৫৩/৩।

IPL Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৩৮/১

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৩৮/১। স্যামসন ১২ বলে ১৭ রানে ও টম কোহলার ক্যাডমোর ২০ বলে ১৭ রানে ক্রিজে।

RR vs PBKS Live: প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে ফেরালেন স্যাম কারান

প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে (৪) ফেরালেন স্যাম কারান। ১ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৯/১।

IPL 2024: প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ফিল্ডিং করবে পাঞ্জাব।

RR vs PBKS Live: পাঞ্জাবকে হারালে প্রথম দুইয়ে থাকার ব্যাপারে আরও এক কদম এগিয়ে যাবে রাজস্থান

কেকেআরের পর দ্বিতীয় দল হিসাবে আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করেছে রাজস্থান। পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে সকলের নীচে। পাঞ্জাবকে হারালে প্রথম দুইয়ে থাকার ব্যাপারে আরও এক কদম এগিয়ে যাবেন সঞ্জু স্যামসনরা।

প্রেক্ষাপট

গুয়াহাটি: আইপিএলে (IPL) আজ রাজস্থান রয়্যালস তাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (RR vs PBKS) বিরুদ্ধে খেলতে নামবে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে লিগ পর্যায়ে নিজেদের ১৩ তম ম্য়াচে খেলতে নামছে সঞ্জু স্যামসনের দল। গতকাল প্লে অফ পাকা হয়ে গিয়েছে রাজস্থানের। কিন্তু শেষ তিন ম্য়াচে টানা হারতে হয়েছে। যা কিছুটা মানসিকভাবে চাপে রেখেছে রয়্যালসদের। আজ যদিও উল্টোদিকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পাঞ্জাব শিবিরে তারকা ক্রিকেটারের অভাব নেই। কিন্তু চলতি মরশুমে তাঁদের পারফরম্য়ান্স একেবারেই আশানুরুপ ছিল না। ১২ ম্য়াচ খেলে মাত্র ৮ পয়েন্ট তারা ঝুলিতে পুরতে পেরেছেন এখনও পর্যন্ত। আজ রাজস্থান ও শেষ ম্য়াচে হায়দরাবাদ প্রতিপক্ষ। দুটো ম্য়াচ পরপর জিতে অন্তত ১২ পয়েন্টে টুর্নামেন্ট শেষ করতে মরিয়া প্রীতি জিন্টার ফ্র্য়াঞ্চাইজি। 





টুর্নামেন্টের ইতিহাসে পাঞ্জাব ও রাজস্থান শিবির এর আগে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল আইপিএলে। তার মধ্যে ১১ বার পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছে। ১৬ বার জয় পেয়েছে রাজস্থান রয়্যালস শিবির। তবে রাজস্থান রয়্যালস আজকের ম্য়াচে পাবে না জস বাটলারকে। তিনি দেশে ফিরে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দিতে। আবার শিমরন হেটমায়ারের আগের ২ ম্য়াচে চোট পেয়ে ছিটকে যাওয়াটাও কিছুটা চিন্তার। বাটলার না থাকলে প্লে অফে হেটমায়ারকে বড় ভূমিকা নিতে হবে রাজস্থানের ব্য়াটিং লাইন আপকে ভরসা জোগানোর জন্য। কারণ হার্ড হিটার বলতে রিয়ান পরাগ ও অধিনায়ক সঞ্জু স্যামসনই শুধু রয়েছেন। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য় ভরসা জুগিয়েছে প্রতি ম্য়াচেই। 


রাজস্থান শিবিরে আজকের ম্যাচে অভিষেক হতে পারে তরুণ ইংরেজ ক্রিকেটার টম কোহলার ক্যাডমোরের। তিনি ওপেনিংয়ে নামতে পারেন যশস্বীর সঙ্গে। আবার ফর্মে থাকা ধ্রুব জুড়েলকেও টপ অর্ডারে তুলে নিয়ে আসা হতে পারে। পিচের পরিস্থিতি বুঝে নান্দ্রে বার্গারকে খেলানোর কথা ভাববে হয়ত টিম ম্য়ানেজমেন্ট। পাঞ্জাবের অর্শদীপ, হর্ষল, রাবাডা সবাই ফর্মে। ফলে একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর কথা ভেবে রভমন পাওয়েলকেও খেলাতে পারে টিম ম্য়ানেজমেন্ট।


আরও পড়ুন: পন্থদের দলের এক্স ফ্যাক্টর, আড়ালেই রয়ে গেলেন চন্দননগরের বছর একুশের রোগা পাতলা ছেলে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.