মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই। ভারতীয় ক্রিকেটের একাধিক অমরগাথা লেখা হয়েছে যে মাঠে। ২০১১ সালের ২ এপ্রিল এই মাঠেই শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) বিশ্বকাপ জয়। তার ২ বছর পর এই মাঠেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সচিন রমেশ তেন্ডুলকর।


সেই মাঠেই শনিবার দেখা হয়ে গেল দুই পুরনো বন্ধুর। একজন কিংবদন্তি ব্যাটার। ভারতীয় দলের অধিনায়কও ছিলেন। তবে নেতৃত্বের চাপ ব্যাটিংয়ে প্রভাব ফেলছে এবং ব্য়াটিংয়ে আরও মনোনিবেশ করার জন্য নিজেই অধিনায়কের পদ ছেড়ে দেন তিনি। এবং, ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের অধিনায়ক হিসাবে আর একজনের নাম  সুপারিশ করেন।


সেদিনের সেই নেতৃত্ব ছাড়া ক্রিকেটার, কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আর তাঁর সুপারিশে যাঁকে অধিনায়ক করা হয়েছিল, পরবর্তীকালে তিনি জাতীয় দলের প্রবাদপ্রতিম অধিনায়ক হয়ে ওঠেন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একটা সময় ওয়ান ডে ক্রিকেটের বিশ্বখ্যাত ওপেনিং জুটি। শনিবার তাঁদের ফের দেখা হয়ে গেল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।


রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এবং সেই ম্যাচে যুযুধান দুই শিবিরে বসবেন সচিন ও সৌরভ। সচিন এখন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। তার আগের দিন সৌরভ ও সচিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল।


যদিও আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলের ছবি দেখলে দুই কিংবদন্তিই অস্বস্তিতে থাকবেন। কারণ, পয়েন্ট টেবিলের তলানিতে দুই দল। ৪ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। একটি ম্যাচে জয়। ২ পয়েন্ট সহ টেবিলে নয় নম্বরে রয়েছেন ঋষভ পন্থরা। মুম্বই আরও খারাপ জায়গায়। তিনটি ম্যাচে টানা পরাজয়। হারের হ্যাটট্রিক করে বসে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি এখনও। দশ দলের টুর্নামেন্টে দশ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।


 



তবে ম্যাচের আগে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে দুই পুরনো বন্ধুকে। একে অপরের সঙ্গে ছবি তুলেছেন। কথা বলেছেন। সচিন ভালবেসে সৌরভকে ডাকতেন দাদি বলে। দলের বাকিদের সকলের মতো। সৌরভ সচিনকে ভালবেসে ডাকতেন ছোটবাবু বলে। রবিবার অবশ্য দুই বন্ধু একে অন্যের প্রতিপক্ষ। শেষ হাসি হাসবেন কে?


আরও পড়ুন: নিজেই নিজেকে বিশ্বের সেরা বলেন, প্রীতির দলকে আরও বিপজ্জনক করে তুলেছেন শশাঙ্ক




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।