নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ২২১/৮ স্কোর তাড়া করে তখন ম্যাচের রাশ প্রায় নিজেদের হাতে তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ভয়ঙ্কর ফর্মে ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাজস্থান রয়্যালসের অধিনায়ক তখন মাত্র ৪৫ বলে ৮৬ রানে ব্যাট করছিলেন। মুকেশ কুমারের বলে তিনি ফিরে যেতেই ম্যাচের রং পাল্টে যায়। ২০ রানে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থদের প্লে অফের স্বপ্ন এখনও বেঁচে রইল।


তবে স্যামসনের আউট ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মোটা জরিমানা গুণতে হয়েছে স্যামসনকে। কলকাতা নাইট রাইডার্সকে পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনারও জলাঞ্জলি হয়েছে। ক্ষোভে ফুঁসছে রাজস্থান রয়্যালস শিবির। কিন্তু কেন ক্ষিপ্ত স্যামসন? যে ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে আইপিএলের মঞ্চে, ঘটনাটি ঠিক কী? কী হয়েছিল মঙ্গলবার রাজধানী দিল্লির বাইশ গজে?


ম্যাচটি যাঁরা টিভিতে বা মোবাইল ফোনে দেখেননি, তাঁদের জন্য ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া রইল। সঙ্গে থাকল ভিডিও।



  • রাজস্থান রয়্যালস ইনিংসের ১৬তম ওভারের চতুর্থ বল। বোলারের নাম মুকেশ কুমার। তাঁর বলে লং অন বাউন্ডারিতে স্যামসনের ক্যাচ তালুবন্দি করেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার শাই হোপ।

  • তবে হোপ ক্যাচটি ধরার পর শরীরের ভারসাম্য রাখতে পারেননি। পিছন দিকে কয়েকটি পা ফেলেন। তারপর সেলিব্রেট করতে শুরু করেন। আপাতদৃষ্টিতে দেখে মনে হয়, ক্যাচ সম্পূর্ণ করেছেন হোপ।

  • বাউন্ডারি লাইনে শাই হোপ ক্যাচটি সঠিকভাবে নিয়েছিলেন কি না, তা নিয়ে সন্দিহান হয়ে পড়েন মাঠের আম্পায়াররা। তাঁরা তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন।

  • তৃতীয় আম্পায়ার তিনটি রিপ্লে দেখেন। তার মধ্যে দুটি রিপ্লে দেখে মনে হয়, ক্যাচ স্বচ্ছভাবেই ধরেছেন হোপ। সমস্যা হয় তৃতীয় রিপ্লে নিয়ে। সেটি দেখে মনে হয়, হোপের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল।

  • তৃতীয় আম্পায়ার অবশ্য স্যামসনকে আউটই দেন। স্যামসন বিশ্বাসই করতে পারেননি যে, তাঁকে আউট দেওয়া হয়েছে। তিনি মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক শুরু করে দেন।

  • তারপর ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন স্যামসন। অর্থাৎ, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার কথা ভাবেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি।

  • মাঠ ছাড়তে বাধ্য হন সঞ্জু। দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দলকে দেখা যায় ভিআইপি বক্সে বসে উত্তেজিত হয়ে সঞ্জুকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলছেন। তা নিয়েও শুরু হয়েছে আর এক বিতর্ক।


 






আরও পড়ুন: সেদিন মাঠেই কেঁদে ফেলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন শপথ নিলেন সিরাজ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


রোল নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট দেখুন: