নয়াদিল্লি: ব্যাট হাতে ফর্মে রয়েছেন। তাঁর অধিনায়কত্বে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) প্লে অফের দোরগোড়ায়। কিন্তু গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্য়াচের পর বড় শাস্তি পেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। গতকাল ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন স্যামসন। কিন্তু শেষ পর্যন্ত ম্য়াচ জেতাতে পারেননি রাজস্থানকে। একটা বিতর্কিত আউটে মাঠ ছাড়তে হয়েছিল এই উইকেট কিপার ব্যাটারকে। এমনকী আউট হওয়ার পর আম্পায়ারের সঙ্গে একটু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন স্যামসন। যার খেসারত দিতে হল তাঁকে। ম্য়াচ ফি-র ৩০ শতাংশ কেটে নেওয়া হল রাজস্থান রয়্যালস অধিনায়কের। 


ঠিক কী হয়েছিল?


গতকাল দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করতে নেমে বোর্ডে ২২১ রান তুলে নেয়। ২২২ রান তাড়া করতে নেমে একটা সময় সময় উল্টোদিকে পরপর উইকেট পড়লেও ক্রিজে সেট হয়েছিলেন সঞ্জু স্যামসন। অর্ধশতরানও হাঁকান তিনি। মনে হচ্ছিল যে রাজস্থান আরও একটা জয় ছিনিয়ে নেবে। ৮৬ রান করে তিনি ব্যাট করছিলেন। ইনিংসের ১৬ তম ওভারে মুকেশ কুমারের বলে লং অনে বড় শট খেলার চেষ্টা করেছিলেন স্যামসন। কিন্তু শাই হোপ সেখানে ক্যাচ ধরে নেন। যাতে একেবারেই সন্তুষ্ট ছিলেন না স্যামসন। কারণ তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হলেও দ্রুত আউট ঘোষণা করে দেন আম্পায়ার স্য়ামসনকে। কিন্তু রিপ্লেতে দেখে মনে হচ্ছিল যে কোথাও একটু হলেও হয়ত হোপের জুতো ছুঁয়ে নিয়েছিল বাউন্ডারি কার্টিংসকে। আর সেই জন্যই অসন্তুষ্ট স্যামসন ফিল্ড আম্পায়ারের সঙ্গেও কিছুক্ষণ কথা বলছিলেন। তিনি ফিল্ড আম্পায়ারকে বলেছিলেন ফের রিভিউ করতে এবং তিনি অন্য অ্যাঙ্গেল থেকে দেখার অনুরোধ করেন। ফিল্ড আম্পায়ার তাতে অস্বীকার করায় সঞ্জু তর্ক করতে শুরু করেন। পরে অবশ্য তিনি মাঠ ছাড়েন। 


বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভেঙেছেন সঞ্জু স্যামসন। সঞ্জু নিজেও ভুল স্বীকার করেছেন। ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' সঞ্জুকে আপাতত আর্থিক জরিমানা করা হলেও পরবর্তীতে একই ভুল ফের করলে তাঁকে নির্বাসিতও করা হতে পারে এক ম্য়াচ। বিরাট কোহলিকেও এর আগে কেকেআর ম্য়াচে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য ম্য়াচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। 


আরও পড়ুন: স্ত্রী হিলিকে পাশে পেয়েই ছন্দে ফিরলেন স্টার্ক, তারকা ক্রিকেট দম্পতি যেন 'এক দুজে কে লিয়ে'