সন্দীপ সরকার, কলকাতা: ইডেনে (Eden Gardens) রবিবার বিকেলে তখন কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিস চলছে পুরোদমে। সকলের নজর মিচেল স্টার্কের দিকে। স্বল্প রান আপে বল করছেন আইপিএলের নিলামে ইতিহাস তৈরি করা ফাস্টবোলার।


কে জানত যে, তার ঘণ্টা খানেকের মধ্যে ক্রিকেটের নন্দনকাননে এমন এক ছবি দেখা যাবে যে, আইপিএলের ১৭ বছরের ইতিহাসে দেখা যায়নি!


কলকাতা নাইট রাইডার্সের প্র্যাক্টিস দেখতে হাজির শাহরুখ খান (Shah Rukh Khan)!


হ্যাঁ, ঠিকই পড়েছেন। শ্রেয়স আইয়ারদের প্র্যাক্টিস দেখতে ইডেনে হাজির বাদশা। আইপিএলের জন্মলগ্ন থেকে যা কখনও দেখা যায়নি। কেকেআরের ম্যাচ থাকলে মাঠে হাজির হন শাহরুখ। তাই বলে ম্যাচের একদিন আগে, প্র্যাক্টিসের সময় কিংগ খান!


কিছু যে একটা ঘটতে চলেছে, গোধূলিবেলায় ইডেনের বাইরে পুলিশি তৎপরতা দেখেই টের পাওয়া যাচ্ছিল। আচমকা দেখা গেল, ড্রেসিংরুমের সামনে আলাদা করে কর্ডন করে দেওয়া হল। যাতায়াত নিয়ন্ত্রণ করা শুরু করলেন পুলিশকর্মীরা। আইপিএলের ইডেনে কখনও তো এই ছবি ধরা পড়েনি। তাহলে কি বিশেষ কেউ আসছেন মাঠে?


খোঁজ নিতেই জানা গেল, শাহরুখ খান আসছেন মাঠে। প্রথমে বিশ্বাস না হলেও, পুলিশি কর্ডন নিয়ে সন্ধ্যা ৬.১৫ নাগাদ যখন দুধসাদা গাড়ি থেকে নামলেন বলিউডের বাদশা, ঘোর কাটল। সঙ্গে কনিষ্ঠ পুত্র আব্রাম, ম্যানেজার পূজা দাদলানি। সাদা রংয়ের টি-শার্ট, সানগ্লাস। শাহরুখ ড্রেসিংরুমের পাশের করিডর দিয়ে হেঁটে সটান চলে গেলেন মাঠে। সেখানে তখন কেকেআরের প্র্যাক্টিস চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে তাই দেখলেন শাহরুখ। অধিনায়ক শ্রেয়স-সহ কয়েকজনের সঙ্গে হাত মেলালেন। তারপর চলে গেলেন মাঠের এক প্রান্তে। সেখানে ছেলে আব্রামের সঙ্গে খেলতে শুরু করলেন বল নিয়ে।


গত মরশুম পর্যন্ত কেকেআরের ম্যাচে নিয়মিত দেখা যাচ্ছিল না শাহরুখকে। গত আইপিএলে এসেছিলেন শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর ম্যাচে। এবার কিন্তু ট্রফি জিততে মরিয়া বাদশা। নিজে দায়িত্ব নিয়ে গৌতম গম্ভীরকে দলের মেন্টর হতে রাজি করিয়েছেন। তারপর শুধু দুটি ম্য়াচ বাদে সবসময়ই হাজির থাকছেন মাঠে।


আগের ম্য়াচে ২৬১ রান তুলেও ইডেনে হারতে হয়েছে পাঞ্জাব কিংসের কাছে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকলেও, প্লে অফ নিশ্চিত করতে এখনও অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে নাইটদের। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইডেনে পরীক্ষা কেকেআরের। যে দিল্লি দলের সর্বেসর্বা আবার প্রাক্তন কেকেআর অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি রবিবার সন্ধ্যায় শাহরুখ মাঠে আসার মিনিট পনেরো পরেই ইডেনে এলেন। দলের অনুশীলনের তদারকি করলেন।


হাড্ডাহাড্ডি ম্যাচে হারার পর দলের মনোবল যে ধাক্কা খেতে পারে, ভালই জানেন শাহরুখ। তাই দলের ক্রিকেটারদের উৎসাহ দিতে প্র্যাক্টিসের দিনই হাজির হলেন মাঠে। আর কে না জানে যে, শুধু পর্দায় নয়, বাস্তবেও শাহরুখের পেপ টক গোটা শিবিরের শরীরী ভাষা বদলে দিতে পারে!