মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কে হবেন? এখনও এই প্রশ্নে উত্তর চূড়ান্ত নয়। কিন্তু আপাতত সবচেয়ে বেশি সম্ভাবনা কিন্তু গৌতম গম্ভীরেরই। কেকেআর দলের মেন্টর তিনি। আজই আইপিএলের ফাইনালে কেকেআর নেমেছে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে। আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি দিল্লির প্রাক্তন ওপেনারকে। কিন্তু এরমধ্যেই সূত্র মারফৎ একটি খবর ছড়িয়েছে।


কেকেআর মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নাকি আগামী ১০ বছরের জন্য দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আর সেই অনুরোধ করেছেন স্বয়ং শাহরু খান। চলতি মরসুমে আইপিএলের আগে গৌতম গম্ভীরের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান, যেখানে ১০ বছরের জন্য কলকাতার দায়িত্ব নিতে অনুরোধ করেন, বিনিময়ে একটি ব্ল্যাঙ্ক চেকও দেন, যাতে গম্ভীর তাঁর পছন্দমতো পারিশ্রমিক বসিয়ে নেন। কেকেআরের অধিনায়ক হিসেবে এর আগে ২০১২, ২০১৪ দুটো মরশুমে চ্যাম্পিয়ন করেছিলেন দলকে। এরপর চলতি মরশুমে প্রথমবার কেকেআর মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। আর যোগ দিয়েই দলকে ফাইনালে তুলেছেন গম্ভীর। এছাড়াও এর আগে লখনউ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে ২০২২ সালে কে এল রাহুলের দলকে প্লে অফে তুলেছিলেন। 


এর আগে ২ অজি প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল কোচিংয়ের জন্য, এমন খবর ছড়িয়েছিল। কিন্তু তাঁরা দুজনেই প্রস্তাব নিতে চাননি। এরপর বিসিসিআই সচিব জয় শাহ অবশ্য জানান যে কোনও বিদেশিকে কােচের পদের জন্য অনুরোধ জানানো হয়নি। এমনকী তিনি এমনও বলেন যে, ভারতের ঘরোয়া ক্রিকেটের সম্পর্কে দুর্দান্তভাবে ওয়াকিবহল, এমন কাউকেই কোচ হিসেবে চাইছেন তাঁরা।  এরপরই গম্ভীরের কোচ হওয়ার সম্ভাবনা আরও জোড়ালো হয়। যদিও এখনও কোনওকিছুই নিশ্চিত নয়। জয় শাহ বলেছিলেন,  ''এমন কাউকে ভারতের কোচ হিসেবে আমরা চাইছি, যাঁর ভারতীয় ক্রিকেটের সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে এবং ধাপে ধাপে উঠে এসেছেন। তেমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছি আমরা। ভারতের পরবর্তী কোচ যিনি হবেন, তাঁর ভারতের ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। যাতে তিনি ভারতীয় ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারেন।'' আগামী ২৮ মে কোচের পদে নাম দেওয়ার শেষ তারিখ। সূত্রের খবর, নাইট মেন্টর গৌতম গম্ভীরকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে।