মুম্বই: বাবার মৃত্যুবার্ষিকী। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বাবাকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এদিন বাবা প্রয়াত রমেশ তেন্ডুলকরের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করলেন মাস্টার ব্লাস্টার। বাবার ছবির সঙ্গে বাবার ব্য়বহার করা পুরনো চেয়ার ও কিছু বইয়ের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন। সঙ্গে লিখেছেন, ''তোমাকে ভীষণ মিস করি।'' সচিনের কেরিয়ার ও সচিনের জীবনদর্শন ও বেড়ে ওঠার পেছনে তাঁর বাবার ভূমিকার কথা বারবার উল্লেখ করেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার।


রবিবার সোশ্য়াল মিডিয়া পোস্টে সচিন লিখেছেন, ''প্রায় ২৫ বছর হয়ে গেল বাবা আমাদের সঙ্গে নেই। কিন্তু ওঁনার শূন্য চেয়ারটির পাশে দাঁড়ালে সবসময় মনে হয় যে উনি এখনও জীবিত আছেন। আমি তখন মাত্র ২৬ বছরের ছিলাম। আর এখন আমার বয়স ৫১ বছর। আমি আরও বেশি করে বুঝতে পারি এখন যে ওঁনার প্রভাব আমার জীবনে ও অনেকের জীবনে কত গভীর ছিল। প্রায় ৪৩ বছর পর বাবার ২৫ তম মৃত্যুবার্ষিকীতে এই জায়াগটিতে এসে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তাঁর জীবনদর্শন আমার অনুপ্রেরণা। আমি প্রতি মুহূর্তে বাবাকে মিস করি। আমি আশা করব তুমি যে মূল্যবোধ আমার মধ্যে স্থাপন করেছ, তা নিয়ে বেঁচে থাকতে পারব।''


 






উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপের সময় ইংল্যান্ডে খেলছিলেন সচিন। সেই সময়ই আচমকা খবর পান যে তাঁর বাবা মারা গিয়েছেন। এরপরই দেশে ফিরে এসেছিলেন সচিন কিছুদিনের জন্য। কিন্তু দলের প্রতি বরবারই তাঁর দায়বদ্ধতা প্রশ্নাতীত। দ্রুত ইংল্যান্ডে ফিরে যান ও কেনিয়ার বিরুদ্ধে খেলতে নামেন। সেই ম্য়াচের নিজের ওয়ান ডে কেরিয়ারের ২২ তম সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন সচিন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একশো সেঞ্চুরির মালিক হয়েছেন সচিন। ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ৪৯ টি শতরান ও টেস্টে ৫১ টি শতরান হাঁকিয়েছেন সচিন। রেকর্ড দুশো টেস্ট খেলার নজিরও মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। ১৯৮৯ সালে ক্রিকেট কেরিয়ার শুরু করার পর ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন। 


আরও পড়ুন: ফাইনালে আজ ওয়ার্নের বিরল রেকর্ডে থাবা বসানোর সুযোগ কামিন্সের সামনে