কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (kkr) ম্যাচে তিনিই নাকি লাকি ম্যাসকট। তিনি মাঠে থাকা মানেই কেকেআর জিতছে। চলতি মরশুমে ৫ ম্যাচ খেলে চারটিতে জিতেছে কেকেআর। সেই চার ম্যাচেই মাটে ছিলেন শাহরুখ খান। একমাত্র চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দেখতে যাননি। আর সেই ম্যাচেই হেরেছে কেকেআর।


শাহরুখ অবশ্য দলের পাশে থাকার বার্তাই দিচ্ছেন সব সময়। মাঠে থাকলে প্রত্যেক ম্যাচের পর ড্রেসিংরুমে যান। মাঠে গিয়েও ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। মজা করেন। আর সেই ফাঁকেই কেকেআরের এক তরুণ ক্রিকেটারের হেয়ারস্টাইল দেখে ভাল লেগে গিয়েছে বাজিগরের।


সূয়স শর্মা। একসময় যাঁর লম্বা চুল ছিল। এখন সেই চুল ছোট করে ছেঁটে ফেলেছেন। সঙ্গে কানে দুল। সুদর্শন তরুণের হেয়ারস্টাইলে মজেছেন কিংগ খান। যিনি নিজে স্টাইল আইকন। তাঁর মতো করে চুলের ছাঁট দেন, পোশাক পরেন লক্ষ লক্ষ অনুরাগী। তবে সেই শাহরুখই আপাতত তরুণ নাইটদেক দেখে মুগ্ধ। মজার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর।


মঙ্গলবার কেকেআরের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সূয়সের নতুন লুক নিয়ে মজা করছেন শাহরুখ। ঘটনাটি রবিবার লখনউ সুপার জায়ান্টস বনাম কেকেআর ম্য়াচের শেষের। শাহরুখ প্রথমে মিথ্যে রাগ দেখিয়ে সূয়সকে বলেন, 'কাকে জিজ্ঞেস করে হেয়ারস্টাইল বদলেছো?' সূয়স লাজুক হেসে বলেন, 'আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।' হাসিতে ফেটে পড়েন শাহরুখ। 


 






কিংগ খানের সঙ্গেই সেদিন মাঠে ছিলেন ম্য়ানেজার পূজা দাদলানি। তাঁর দিকে ঘুরে শাহরুখ বলেন, 'পূজা, আমার এই হেয়ারস্টাইলটা চাই।' পূজা সূয়সকে বলেন, 'কী দারুণ চুল কেটেছো।' সূয়সকে আলিঙ্গন করেন শাহরুখ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 


দিল্লির ২০ বছরের লেগস্পিনার সূয়স চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে একটিই ম্যাচ খেলেছেন। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামেন তিনি। ২ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচ করে কোনও উইকেট পাননি। তারপর থেকে ফের মাঠে নামার অপেক্ষায় সূয়স।


আরও পড়ুন: কলকাতায় নতুন ফুটবল ক্লাব, প্রো টি-টোয়েন্টিতে চূড়ান্ত দুই দল, আইপিএলের স্পেশ্যাল মেন্যু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।