হায়দরাবাদ: মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত শর্মার (Rohit Sharma) দুশোতম আইপিএল (IPL 2024) ম্যাচ। খেলা শুরুর আগে হিটম্যানের হাতে বিশেষ ২০০ নম্বর জার্সি তুলে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। নিজামের শহরে রোহিতকে নিয়ে যেন উৎসবের আবহ। 


রোহিত কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে দুশোতম আইপিএল ম্যাচ খেলতে নেমে তাঁকে এরকম অ্যাসিড টেস্টের মধ্যে পড়তে হবে? যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) রেকর্ড ২৭৭/৩ রান করে দেবে? যা আইপিএলে সর্বকালীন রেকর্ড?


টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। রান পাননি ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। ১৩ বলে মাত্র ১১ রান করে ফেরেন তিনি। হার্দিকের বলেই। কিন্তু উইকেটের অন্য প্রান্তে ফিফথ গিয়ারে ব্যাটিং শুরু করেন ওপেনার ট্র্যাভিস হেড। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক। সেমিফাইনাল ও ফাইনালে দুরন্ত ইনিংস খেলেছিলেন। সেই হেড মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন। ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুবার ২০ বলে হাফসেঞ্চুরি ছিল ওয়ার্নারের। একবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০১৫ সালে। আর একবার ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে দেন হেড। তাঁর ১৮ বলে হাফসেঞ্চুরিই হয়ে দাঁড়ায় আইপিএলে হায়দরাবাদের দ্রুততম।


যদিও সেই রেকর্ডও ভেঙে দেন অভিষেক শর্মা। ১৬ বলে হাফসেঞ্চুরি করেন হেডের সতীর্থ। সেটি হয়ে দাঁড়ায় আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের দ্রুততম হাফসেঞ্চুরি। ২৪ বলে ৬২ রান করে ফেরেন হেড। অভিষেক ২৩ বলে ৬৩ রান করেন। ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত রইলেন হেনরিখ ক্লাসেন। ২৮ বলে ৪২ রান করে অপরাজিত রইলেন এইডেন মারক্রাম। নির্ধারিত ২০ ওভারে ২৭৭/৩ তুলল হায়দরাবাদ। আইপিএলে যা সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ২৬৩/৫ ছিল আইপিএলে সর্বোচ্চ দলগত রান। ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে যে রান তুলেছিলেন বিরাট কোহলিরা। বুধবার হায়দরাবাদ নতুন কীর্তি গড়ল। ২৭৭/৩ আইপিএলে সর্বকালীন দলগত সর্বোচ্চ রান হয়ে রইল। রোহিত-ঈশান কিষাণদের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করার অগ্নিপরীক্ষা।


আরও পড়ুন: ধোনিদের কাছে ম্যাচ হেরে ১২ লক্ষ টাকা জরিমানাও গুনতে হচ্ছে শুভমনকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে