কলকাতা: গত মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে ছিলেন। তাঁকে আন্দ্রে রাসেলের (Yousuf Pathan) বিকল্প হিসাবে দলে নেওয়া হয়েছিল। যাতে রাসেল কোনও কারণে চোটের জন্য কোনও ম্যাচে খেলতে না পারলে তাঁকে ব্যবহার করা যায়। সেই ডেভিড উইজ়া (David Wiese) আচমকা নিজের পুরনো দলের বিরুদ্ধে বোমা ফাটালেন। জানিয়ে দিলেন, কেকেআর শিবির আতঙ্কিত হয়ে থাকত একজনের জন্য। তিনি, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakanth Pandit)।


ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি চন্দ্রকান্ত পণ্ডিত। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) তাঁর প্রশিক্ষণে মুম্বই, বিদর্ভ, মধ্য প্রদেশের মতো দল সাফল্য পেয়েছে। রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৩ সালে তাঁকে কোচ করে আনে কেকেআর। গত আইপিএলে অধিনায়ক শ্রেয়স আইয়ারের মতো তারকাকে ছাড়াই লড়াই করে কেকেআর। অল্পের জন্য প্লে অফের টিকিট পায়নি শাহরুখ খান, জুহি চাওলার দল। তবে তাঁকে নিয়ে যে কেকেআরের বিদেশি ক্রিকেটারদের সমস্যা হয়েছিল, জানিয়েছেন উইজ়া।


গত আইপিএলকেকেআরের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন উইজ়া। একটি পডকাস্টে তিনি বলেছেন, 'দলে সকলের অলক্ষ্যে অনেক কিছু ঘটছিল। মাঝে মধ্যেই ড্রেসিংরুমের আবহ কঠিন হয়ে উঠছিল। নতুন কোচ এসে এমন কিছু করার চেষ্টা করলেন যা সকলের ভাল লাগেনি।' তিনি যোগ করেছেন, 'এত কিছু বদল হয়েছিল যে, অনেকে হতাশায় ভুগছিল। কোচ সাফল্যের জন্য যা মনে করেছেন সেটাই কার্যকর করেছেন। তবে বিদেশি ক্রিকেটারদের কাছে তা উপযুক্ত ছিল না। ভারতে সবাই তাঁকে রাগী কোচ হিসাবেই চেনে। ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বিদেশি ক্রিকেটারেরা যারা সারা বিশ্বে খেলে বেড়াচ্ছে তাদের বলার প্রয়োজন নেই কী পোশাক পরবে বা কেমন আচরণ করবে। আমার সমস্যা হয়নি তবে এমন অনেকে ছিল যারা অনেক বেশি জেদি ছিল।'


উইজ়া আরও বলেছেন, 'টুর্নামেন্ট যত এগিয়েছে, আমরা বুঝে গিয়েছিলাম প্লে অফের যোগ্যতা অর্জন সম্ভব কি না। খেলছি কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল হল পরিবার থেকে আরও দুই সপ্তাহ দূরে থাকতে হবে। আমার কাছে ম্যাচের ফলাফল দারুণ প্রভাব ফেলত না। তবু নিজের পারফরম্যান্সে সব সময় জোর দিতাম।'


আরও পড়ুন: ধোনিদের কাছে ম্যাচ হেরে ১২ লক্ষ টাকা জরিমানাও গুনতে হচ্ছে শুভমনকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে