কলকাতা: আইপিএল (IPL) চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে। পয়েন্ট টেবিলে চলছে সাপলুডোর খেলা। কোন চার দল প্লে অফের টিকিট পাবে, তা নিয়ে চলছে বিভিন্ন অঙ্ক। তবে, পরপর তিন ম্যাচ জিতে আচমকাই প্লে অফের দৌড়ে ভেসে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর (RCB)। যদিও অঙ্ক বড় কঠিন। নিজেদের বাকি তিন ম্যাচ জেতার পাশাপাশি ফাফ ডুপ্লেসিদের প্রার্থনা করতে হবে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা দলের পরাজয় চেয়েও।
হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে অরেঞ্জ ক্যাপ নিয়েও। শনিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে আরসিবি। সেই ম্যাচে রান পেয়েছেন বিরাট কোহলি। ২৭ বলে ৪২ রান করেন তিনি। সেই সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়ের থেকে অরেঞ্জ ক্যাপ ফের নিজের কাছে ফেরালেন কোহলি।
চলতি আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে পাঁচশো রান পূর্ণ করেছিলেন কোহলি। ১১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরি-সহ ৫৪২ রান করেছেন তিনি। ৬৭.৭৫ গড়ে রান করছেন রানমেশিন কোহলি। স্ট্রাইক রেট ১৪৮.০৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানোর কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। আরসিবির হয়ে ওপেনার হয়েই খেলছেন তিনি।
সপ্তদশ আইপিএলে অরেঞ্জ ক্যাপ নিয়ে চলছে বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে জোর টক্কর। কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় এই অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। যেমন শনিবার অরেঞ্জ ক্যাপ রুতুরাজের কাছ থেকে ছিনিয়ে নিলেন কোহলি। একই ভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ।
১০ ম্যাচে ৫০৯ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ। ১১ ম্যাচে ৪২৪ রান করে তিনে রয়েছেন গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। ১০ ম্যাচে ৪০৯ রান করে চারে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। ১০ ম্যাচে ৪০৬ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?
আরও পড়ুন: স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছিলে? স্টার্ককে প্রশ্ন কেকেআর তারকার, কী জবাব অজ়ি পেসারের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।