মুম্বই: আইপিএলে ধারাবাহিক ভাল পারফর্ম করে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। কুলদীপ যাদবের পাশাপাশি স্পেশালিস্ট স্পিনার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) স্কোয়াডে জায়গা করে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্যালসের জার্সিতে চলতি মরশুমে সবচেয়ে বেশি উইকেটও ঝুলিতে পুরেছেন চাহাল। এবার ডানহাতি লেগস্পিনারকে দরাজ সার্টিফিকেট দিলেন হরভজন সিংহ। 


রাজস্থান রয়্যালসের জার্সিতে এই মরশুমে ১২ ম্য়াচে এখনও পর্যন্ত ১৫ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন চাহাল। আইপিলে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার। চাহালকে কাছ থেকে দেখেছেন। ভাজ্জি বলছন, ''আমি অবশ্যই বলব যে একমাত্র স্পিনার যে স্পিনারের মতই বল করছে ও পারফর্ম করছে। বলের ওপর কন্ট্রোল দারুণ । অসাধারণ ফ্লাইট করাচ্ছে বল। স্পিনও করাতে পারছে নিজের পছন্দমত। অন্যান্য স্পিনারদেরও দেখি আর চাহালকেও দেখি, ও অনেক এগিয়ে বাকিদের তুলনায়।''


 






এবারের আইপিএলের আগে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে চাহাল সুযোগ পাবেন কি না তা ঠিক ছিল না। কিন্তু রাজস্থান রয়্যালসের জার্সিতে এত ভাল পারফর্ম করার পরে নির্বাচকরাও কুল-চা জুটিকে অস্ত্র করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামতে চেয়েছিল। তাই চাহালকেও কুলদীপের সঙ্গে দলে নেওয়া হয়। 


গতকাল দিল্লি ক্যাপিটালস লখনউ সুপারজায়ান্টসকে হারানাের সঙ্গে সঙ্গেই রাজস্থান শিবির প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। এরপর ১৯ মে কেকেআরের বিরুদ্ধে নিজেদের শেষ লিগ ম্য়াচ খেলতে নামবে সঞ্জু স্যামসনের দল। প্লে অফ পাকা হলেও প্রথম দুইয়ে থাকতে পারবে কি না রাজস্থান শিবির, তা এখনও নিশ্চিত নয়। তার জন্যই বাকি ২ ম্য়াচের যে কোনও একটি ম্য়াচে জিততেই হবে রয়্যালসদের।


যুজবেন্দ্র চাহাল বল হাতে আইপিএলের সেরা বোলার। ২০১৪-২০২১ পর্যন্ত নিজের কেরিয়ারের সেরা সময় আরসিবির জার্সিতে খেলেছেন ডানহাতি এই লেগস্পিনার। ২০২২ সালের মেগা নিলামে ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস চাহালকে দলে নেয়। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিনি ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব স্থাপন করেছিলেন।