সন্দীপ সরকার, কলকাতা: একটা ম্যাচ গোটা শিবিরকে এমন আতঙ্কিত করে তুলেছে যে, কলকাতা নাইট রাইডার্স (KKR) যেন সর্পাহত এক দল। যে দলের ব্যাটিংয়ের বিষ ঝাড়াতে ওঝা ডাকা হল নাইট শিবিরে!
মুল্লাপুরে পঞ্জাব কিংসের ১১১ রান তাড়া করতে নেমে ৯৫ অল আউটের লজ্জা। গোটা কেকেআর শিবির এমনই বিপর্যস্ত যে, রাতারাতি সহকারী কোচ করে চাকরিতে পুনর্বহাল করা হল অভিষেক নায়ারকে। সেই নায়ার, যাঁকে ভারতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী করা হয়েছিল। কিন্তু মাত্র ৮ মাসে টিম ইন্ডিয়ার চাকরি খুইয়েছেন। সেই খবর জানাজানি হওয়ার পরের দিনই কেকেআর ঘোষণা করে দিল যে, নায়ার তাদের শিবিরে যোগ দিয়েছেন সাপোর্ট স্টাফ হিসাবে।
পঞ্জাবের বিরুদ্ধে পরাজয়ের পর কলকাতায় ফিরে তিনদিন হোটেলবন্দিই ছিলেন কেকেআর ক্রিকেটারেরা। শনিবার সন্ধ্যায় ইডেনে প্র্যাক্টিসে নামলেন অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংহরা। আর সেদিনই দলের সঙ্গে যোগ দিলেন নায়ার। শুরু করে দিলেন ক্লাসও।
কেকেআর শিবিরের একজন বলছিলেন, 'অভিষেক নায়ার যে এত দ্রুত যোগ দিচ্ছেন, আমাদের কাছে খবর ছিল না। শনিবার বিকেলে কলকাতায় পৌঁছে আধঘণ্টার মধ্যে মাঠে চলে এসেছেন।' জানা গেল, এখনও কোনও পদ ঠিক হয়নি অভিষেকের জন্য। সাপোর্ট স্টাফ হিসাবেই যোগ দিয়েছেন তিনি।
ভারতীয় দলে নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করে উপকৃত হয়েছেন বলে জানিয়েছিলেন কে এল রাহুল। শনিবার ইডেনে নায়ার যেভাবে সক্রিয় হলেন, তাতে নাইট শিবিরের অনেকেই তাঁর গুণগান করতে পারেন।
দেখা গেল, কেকেআরের নেট প্র্যাক্টিসের সময় বেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে রিঙ্কু সিংহ, রামনদীপ সিংহ, রহমানউল্লাহ গুরবাজ - সকলের ব্যাটিং মনোযোগ দিয়ে দেখলেন নায়ার। তারপর দিলেন প্রয়োজনীয় পরামর্শ। সবচেয়ে বেশি সময় দিলেন রামনদীপকে। ফিনিশারের ভূমিকায় যাঁকে ভাবে দল। ৪ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল কেকেআর। কিন্তু এবারের আইপিএলে এখনও পর্যন্ত ব্যর্থ পঞ্জাবের তারকা। আগের ম্যাচে যুজবেন্দ্র চাহালের বলে যেভাবে স্যুইপ করতে গিয়ে কদর্যভাবে আউট হয়েছেন, তাতে উদ্বেগ বেড়েছে নাইট শিবিরে।
সোমবার ইডেনে কেকেআরের সামনে যে দল, সেই গুজরাত টাইটান্সের বোলিং ভীষণ শক্তিশালী। পেস বোলিং বিভাগে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মারা তো আছেনই, দেশ থেকে ফিরে এসেছেন কাগিসো রাবাডা। সঙ্গে রশিদ খানের ঘূর্ণি। কেকেআরের ব্যাটিংয়ের অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করতে নায়ার স্যরের শরণাপন্ন নাইটরা। লাস্ট মিনিট সাজেশনে কি ভারতীয় দল থেকে ছাঁটাই হওয়া কোচ খেলা ঘোরাতে পারবেন?