নয়াদিল্লি: পরপর হার, একদা দুর্গ চিপকও আর অপ্রতিরোধ্য নয়। আইপিএলের (IPL 2025) লিগ তালিকায় একেবারে তলানিতে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা খাতায় কলমে শেষ না হলেও, অঙ্ক খুবই জটিল। দলের এমন পরিস্থিতি সচরাচর দেখা যায়নি। সুরেশ রায়না দলের এই করুণ পরিস্থিতি নিয়ে অতীতে মুখ খুলেছিলেন। এবার আম্বাতি রায়াডুও (Ambati Rayudu) মুখ খুললেন।

রায়াডুর মতে অনেক সময় দলগুলির নতুন থেকে শুরু করার জন্য এরম  এক খারাপ মরশুমের প্রয়োজন হয়, যাতে তারা বাস্তব জমিতে ফিরতে পারে। রায়াডুর মতে সিএসকে ফ্র্যাঞ্চাইজি হয়তো ইতিমধ্যেই পরবর্তী মরশুমের জন্য চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে। তিনি আইপিএলের ব্রডকাস্টারদের এক সাক্ষাৎকারে বলেন, 'আমি জানি এর থেকে খারাপ কিছু হতে পারে না, তবে এই পরিস্থিতি সিএসকেকে শিক্ষা দেবে। কোনও দল যদি ভবিষ্যতের কথা না ভেবে অতীত সাফল্যে গা ভাসিয়ে রাখে, তাহলে ঠিক এমন পরিস্থিতিই তো হয়। এখান থেকে ওরা নিজেদের খেলার ধরন বদলের বিষয়ে অত্যন্ত সক্রিয় হবে।'

তিনি আরও যোগ করেন, 'এমএস ধোনি তো নিজেই বলেছেন যে খেলার ধরন অনেক বদলে গিয়েছে এবং আমি নিশ্চিত ওঁ ইতিমধ্যেই পরবর্তী মরশুমের জন্য দল গড়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্রেভিস ও মাত্রের খেলা দেখেছি আমরা, ওরা ইতিবাচক দিকগুলির মধ্যে একেবারে শীর্ষে থাকবে। অনেক সময় না এমন একটা মরশুম প্রয়োজন হয়, যাতে দলগুলি বুঝতে পারে যে মাপকাঠিতে  আমাদের থেকে খেলাটার গুরত্ব সবসময়ই অনেক বেশি। ক্রিকেটের বেসিকগুলি তো মনে রাখতে হবে এবং সবসময় পা যেন মাটিতেই রাখতে হয়।'

এর আগে দলের এই টানা ব্যর্থতার জন্য রায়না দাবি করেছিলেন যে ভুলটা সিএসকে ম্যানেজমেন্ট নিলাম টেবিলেই করেছিল যার খেসারত এখন দিতে হচ্ছে। তিনি বলেছিলেন, 'আমার মনে হয় নিলামে কোচ, ম্য়ানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নেয়নি। নিলামে তো প্রচুর তরুণ তুর্কি, প্রিয়াংশ আর্যর মতো প্রতিভাবানরা ছিল। ও তো ইতিমধ্যেই সেঞ্চুরিও করে ফেলেছে। শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থকে নেওয়া হয়নি। বাকি দলগুলিকে দেখুন কী আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। আমি জীবনে সিএসকের এত খারাপ অবস্থা হতে দেখিনি।'

হলুদ ব্রিগেড এত কিছু সত্ত্বেও অবশ্য এখনও খাতায় কলমে রয়েছে প্লে-অফের দৌড়ে। অলৌকিক কিছু ঘটিয়ে এ মরশুমে হলুদ ব্রিগেড প্লে-অফে পৌঁছতে পারে কি না, এবার সেটাই দেখার বিষয়।