CSK vs RR Live: দুইয়ে দুই, মরশুমে দ্বিতীয়বার সিএসকে পরাজিত করে মরশুম শেষ করল রাজস্থান রয়্যালস
IPL 2025: আইপিএলের নয় নম্বরে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে দশে থাকা চেন্নাই সুপার কিংস।
ABP Ananda Last Updated: 20 May 2025 11:38 PM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: এক দল রয়েছে নয় নম্বরে, এক দল দশে। আজ সেই দুই দলই একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। কথা হচ্ছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের (CSK vs RR)। দুই দলই...More
নয়াদিল্লি: এক দল রয়েছে নয় নম্বরে, এক দল দশে। আজ সেই দুই দলই একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। কথা হচ্ছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের (CSK vs RR)। দুই দলই বহু আগে এ বারের আইপিএলের (IPL 2025) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আপাত অর্থে রাজধানীতে আয়োজিত তাঁদের ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। তবে লড়াইটা হবে সম্মানরক্ষার। কোনও দলই বা আর সবার নীচে শেষ করতে চায়। সেটা যাতে না হয়, সেই লক্ষ্যেই আজ দুই পয়েন্ট পেতে মাঠে নামবেন সঞ্জু স্যামসন ও মহেন্দ্র সিংহ ধোনির দল।সবার নীচে থাকা সিএসকে ও নয়ে থাকা রয়্যালসের পয়েন্ট সংখ্যা একই। পার্থক্য শুধু নেট রান রেটে। এটাই আবার রয়্যালসদের মরশুমের শেষ ম্যাচ। তাই জয় দিয়েই নিঃসন্দেহে মরশুম শেষ করতে চাইবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলা দল। অপরদিকে, ধোনির ক্ষেত্রে এই ম্যাচে জয় মানেই তারা যে দশে শেষ করবে, তা নিশ্চিত হয়ে যাবে। তাই প্রকৃত অর্থেই লড়াইটা আজ সম্মানরক্ষার।সিএসকের ম্যাচ মানেই কিন্তু চারিদিকে সাজ সাজ রব। ধোনির ম্যাচ যে। মাহিকে সিএসকের হলুদ জার্সিতে মাঠে নামতে দেখতেই হাজার হাজার দর্শক গোটা মরশুম জুড়ে গ্যালারিতে ভিড় জমিয়েছে। আজও তাঁর অন্যথা হওয়ার কথা নয়। উপরন্তু, সম্ভবত এটাই অধিনায়ক মাহিকে শেষবার অরুণ জেটলি স্টেডিয়ামে নেতৃত্ব দিতে দেওয়ার সুযোগ। তাই ম্যাচ থেকে আপাত অর্থে পাওয়ার তেমন কিছুই না থাকলেও, উত্তেজনার কিন্তু কমতি নেই।দুই দলের খেতাব সংখ্যা ও সাফল্যের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। সেই প্রথম আইপিএলে ১৮ বছর আগে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালে জয়ের হাসি হেসেছিল শেন ওয়ার্নের রয়্যালস। তবে তারপর থেকে রাজস্থান যেখানে আরও একটিও খেতাব জিততে পারেনি, সেখানে সিএসকে পাঁচ পাঁটটি ট্রফি জিতে টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজি। তবে খেতাব জয়ের সংখ্যা পার্থক্য থাকলেও, দুই দলের লড়াই কিন্তু বরাবরই হাড্ডাহাড্ডি হয়েছে। কোনও দলই কিন্তু দিনের পর দিন একপেশেভাবে অপরকে হারাতে পারেনি।রাজস্থান রয়্যালস ও সিএসকে আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে সিএসকে ১৬টি ম্যাচ জিতলেও, রয়্যালসরা ১৫টি ম্যাচ জিতেছে। অর্থাৎ মুখোমুখি সাক্ষাৎকারে জয়ের সংখ্যায় পার্থক্য কার্যত নেই। এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারেও জয়ের হাসি হেসেছিল রয়্যালসরা। আজকের ম্যাচে কে জেতে এবার সেটাই দেখার বিষয়।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
CSK vs RR Live Score: দুরন্ত জয়
শেষ আট বলে উঠল ২৪ রান হেটমায়ার, জুরেলের বড় বড় শটে হেলায় ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। ছয় উইকেটে জিতল রয়্যালসরা।