CSK vs RR Live: দুইয়ে দুই, মরশুমে দ্বিতীয়বার সিএসকে পরাজিত করে মরশুম শেষ করল রাজস্থান রয়্যালস

IPL 2025: আইপিএলের নয় নম্বরে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে দশে থাকা চেন্নাই সুপার কিংস।

ABP Ananda Last Updated: 20 May 2025 11:38 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: এক দল রয়েছে নয় নম্বরে, এক দল দশে। আজ সেই দুই দলই একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। কথা হচ্ছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের (CSK vs RR)। দুই দলই...More

CSK vs RR Live Score: দুরন্ত জয়

শেষ আট বলে উঠল ২৪ রান হেটমায়ার, জুরেলের বড় বড় শটে হেলায় ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। ছয় উইকেটে জিতল রয়্যালসরা।