চেন্নাই: তীব্র গরমের পর গতকালই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতাসহ পারিপার্শ্বিক এলাকাগুলি। আজ আবার আইপিএলে (IPL 2025) মাঠে নামছে শহরের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (CSK vs KKR)। সেই ম্যাচেও বৃষ্টি প্রভাব ফেলতে চলেছে?

গত বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের আজকের ম্যাচ কিন্তু এ শহরে নয়, চেন্নাইতে। দক্ষিণ ভারতের এই শহর বিগত কয়েকদিনে তীব্র দাবদাহের শিকার হয়েছে। চেন্নাই এবং পারিপার্শ্বিক স্থানে গতকালও তাপমাত্রা সাধারণের থেকে দুই থেকে তিন ডিগ্রি বেশি ছিল। বাতাসে আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। সব মিলিয়ে একেবারে হাঁসফাঁস অবস্থা। আইএমডির তরফে জানানো হয়েছে এই তীব্র দাবদাহের কিন্তু সমাপ্তি এখনই হচ্ছে না। আজও চেন্নাইয়ে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে।

তবে আজকের ম্যাচের সময়ে আকাশ মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। চেন্নাইয়ে আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ম্যাচে বৃষ্টি হবে না বলে ধরে নেওয়াই যায়। চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই সুপার কিংসের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। তবে এই মাঠে ইতিমধ্যেই আরসিবি, পাঞ্জাব কিংসের মতো দলগুলি জয় পেয়েছে। কেকেআর তেমনটা করতে পারে কি না সেটাই দেখার।

ম্যাচের পিচ কিন্তু স্পিনারদেরই মদত করবে বলে আশা করা যায়। সাম্প্রতিক সময়ে পিচের চরিত্র বদলে গিয়েছে বলে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং অভিযোগ করলেও, কিন্তু চিপকের স্পিন সহায়ক পিচে খুব বেশি বদলের কোনও সম্ভাবনা নেই। ১৬০-র অধিক রান কিন্তু এই পিচে বেশ চ্যালেঞ্জিং হতে পারে। 

চিপকে এমন পিচে কিন্তু অতীতে বারংবর দলকে অপ্রতিরোধ্য করে তুলতে সক্ষম হয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আজকেও কি আবার ক্যাপ্টেন ধোনি কামাল দেখাবেন? হ্যাঁ, রুতুরাজ নয়, ফের একবার সিএসকের নেতৃত্বে দেখা যাবে ধোনিকেই। রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য ছিটকেই গেলেন পুরো টুর্নামেন্ট থেকে। বৃহস্পতিবার ১০ এপ্রিল রুতুর পরিবর্তে ধোনির অধিনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।

ফ্লেমিং বলছেন, 'রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কনুইয়ে চোট রয়েছে ওঁর। আমাদের কাছে অধিনায়ক হিসেবে অন্য অনেকেই ছিলেন বিকল্প হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত ধোনিকেই আমরা বেছে নিয়েছি। ওঁ নিজেও তৈরি দায়িত্ব নেওয়ার জন্য। কারণ এই পরিস্থিতিত সম্পর্কে ওঁর থেকে ভাল আর কেউ জানেন না।' এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২৩৫ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কোনও একটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতে এতগুলো ম্যাচে নেতৃত্ব কোনও অধিনায়ক দেননি।