CSK vs DC Live: দেড় দশক পর চিপকের ময়দানে সিএসকে-বধ, ২৫ রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস

IPL 2025: আপাতত আইপিএলের লিগ তালিকায় দুইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও আট নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস।

ABP Ananda Last Updated: 05 Apr 2025 07:26 PM

প্রেক্ষাপট

চেন্নাই: আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত দুই অপরাজিত দলের অন্যতম হল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে শনিবার অক্ষর পটেল, কেএল রাহুলদের সামনে কিন্তু কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। প্রতিপক্ষের নাম যে...More

CSK vs DC Live Score: দেড় দশক পর জয়

১৫ বছর পর চিপকে জয় পেল দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে ১৫ রান উঠলেও, ১৫৮ রানেই থেমে গেল সিএসকে ইনিংস। ২৫ রানে জয় পেল ক্যাপিটালস। ধোনি ৩০ ও বিজয় ৬৯ রানে অপরাজিত রইলেন।