বিশাখাপত্তনম: সোমবার আইপিএলে (IPL 2025) মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপারজায়ান্টস (DC vs LSG)। যে ম্যাচে যুযুধান কে এল রাহুল ও ঋষভ পন্থও। গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল। যদিও দল ট্রফির দৌড় থেকে ছিটকে যাওয়ার পর মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, তিনি এমন ক্রিকেটার চান যাঁর মধ্যে জেতার মানসিকতা থাকবে। স্পষ্টতই ইঙ্গিত করেছিলেন রাহুলকে।


লখনউ ছেড়ে এই মরশুমে দিল্লিতে যোগ দিয়েছেন রাহুল। আবার দিল্লি ক্যাপিটালসের গত মরশুমের অধিনায়ক পন্থ এবার লখনউয়ের অধিনায়ক। পন্থের সঙ্গেও দিল্লির বিচ্ছেদ খুব একটা সুখের ছিল না বলেই খবর।


এই ম্যাচের আগে চোট আঘাতে জর্জরিত লখনউ। পেসার ময়ঙ্ক যাদব, আবেশ খান, আকাশ দীপ ফিট নন। মহসিন খান ছিটকে গিয়েছেন গোটা টুর্নামেন্ট থেকেই। তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছে দলে। অন্যদিকে দিল্লির অন্যতম শক্তি তাদের পেসাররাই। মিচেল স্টার্ক, মোহিত শর্মা, টি নটরাজন, মুকেশ কুমাররা রয়েছেন দলে। দুই স্পিনার অধিনায়ক অক্ষর পটেল ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। অনেকে বলছেন, দিল্লির বোলিংয়ের সঙ্গে লখনউ ব্যাটিংয়ের লড়াই।


 






লখনউয়ে শুধু ব্যাটার হিসাবে খেলবেন মিচেল মার্শ। প্রথম ম্যাচে রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সন্তানসম্ভবা স্ত্রী আথিয়ার সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। তবে ম্যাচের আগের দিন তিনি দিল্লি শিবিরে যোগ দিয়েছেন। তিনি একান্তই খেলতে না পারলে সেই জায়গায় খেলানো হতে পারে করুণ নায়ারকে। যিনি ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন।             


দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার: জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, কে এল রাহুল (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর পটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, সমীর রিজভি/মোহিত শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন ও মুকেশ কুমার।


লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার: যুবরাজ চৌধুরী, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আমেদ, রাজবর্ধন হাঙ্গরগেকর, রবি বিষ্ণোই, সমর জোসেফ ও প্রিন্স যাদব।