নয়াদিল্লি: গতবারের চ্যাম্পিয়ন দল। এবারের আইপিএলে (IPL 2025) অবশ্য প্রবল চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ৯ ম্যাচ খেলে মাত্র ৩টি জয়। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে আগের ম্যাচ ভেস্তে গিয়েছে ঝড়-বৃষ্টিতে। ৭ পয়েন্ট রয়েছে নাইটদের ঝুলিতে। প্লে অফে ওঠার দৌড়ে থাকতে হলে বাকি পাঁচ ম্যাচের অন্তত চারটি জিততেই হবে কেকেআরকে। 

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের (DC vs KKR) বিরুদ্ধে অগ্নিপরীক্ষা কেকেআরের। হেরে গেলে পয়েন্ট টেবিলে কোণঠাসা হয়ে পড়বে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে কেকেআর। কারণ, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল।

টসের পরই অজিঙ্ক রাহানে জানিয়ে দিলেন, আগের ম্যাচের প্রথম একাদশে একটি বদল হয়েছে। অনুকূল রায় সুযোগ পেয়েছেন একাদশে। বাদ পড়েছেন চেতন সাকারিয়া। যিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচেই কেকেআরের জার্সিতে অভিষেক ঘটিয়েছিলেন। মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন বাঁহাতি পেসার।

 

কলকাতা নাইট রাইডার্সের একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিংহ, অঙ্গকৃষ রঘুবংশী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, হর্ষিত রানা, অনুকূল রায় ও বরুণ চক্রবর্তী।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার

মণীশ পাণ্ডে, ময়ঙ্ক মারকাণ্ডে, বৈভব অরোরা, রামনদীপ সিংহ ও লুভনিথ সিসোদিয়া

দিল্লি ক্যাপিটালসের একাদশ

ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), করুণ নায়ার, কে এল রাহুল, অক্ষর পটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা ও মুকেশ কুমার।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার

আশুতোষ শর্মা, জেক ফ্রেজার ম্যাকগার্ক, টি বিজয়, সমীর রিজভি ও ডোনোভান ফেরেরা।

টসের পর রাহানে বলেন, 'উইকেট বোঝা বেশ কঠিন। আমাদের মনে হয়েছে বাঁহাতি স্পিনার এই পিচে ভাল বিকল্প। আমাদের পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিততে হবে। এটাই সবচেয়ে সহজ সমীকরণ। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। সেই অনুযায়ী পরিকল্পনা সাজাব। আমাদের দ্রুত পিচ বুঝে সেই অনুযায়ী মানিয়ে নিতে হবে।'