DC vs LSG Live Score: আশুতোষের মারকাটারি ম্য়াচ জেতানো ইনিংসে লখনউ বধ দিল্লি ক্যাপিটালসের

IPL 2025 Live Score: সোমবার দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে এমন দুই ক্রিকেটার জড়িয়ে রয়েছেন, যাঁদের কাছে এই ম্যাচ শুধু পুরনো দলের বিরুদ্ধে খেলাই নয়, বরং রয়েছে আরও মশলা।

ABP Ananda Last Updated: 24 Mar 2025 11:20 PM
IPL Live Score: লখনউকে হারাল দিল্লি

দুরন্ত আশুতোষ। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দিল্লিকে ম্য়াচ জেতালেন তরুণ এই ব্যাটার। ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেললেন । 

DC vs LSG Live Score: দিল্লির দরকার ৬ বলে ৬ দরকার

ম্য়াচ ঘুরিয়ে দিলেন আশুতোষ শর্মা। ৩০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ক্রিজে রয়েছেন তিনি। হাতে এক উইকেট দিল্লির। ৬ বলে প্রয়োজন ৬ উইকেট।

IPL Live Score: দিল্লির পঞ্চম উইকেটের পতন

দিল্লি ক্যাপিটালসের পঞ্চম উইকেটের পতন। রবি বিষ্ণোইয়ের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ১৮ বলে ২৯ রান করে ফিরলেন ফাফ ডু প্লেসি।

DC vs LSG Live Score: দিল্লির চতুর্থ উইকেটের পতন

দিল্লির চতুর্থ উইকেটের পতন। এবার ফিরে গেলেন অক্ষর পটেল। ১১ বলে ২২ রান করে দিগভেশ রাঠির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন তারকা অলরাউন্ডার।

IPL Live Score: আউট রিজভি

তৃতীয় উইকেট হারাল দিল্লি। পরপর উইকেট পড়ছেন অক্ষর পটেলের দলের। এবার ক্যাচ আউট হলেন সমীর রিজভি। স্পিনার মনিমরন সিদ্ধার্থের বলে উইকেট হারালেন তিনি। দিল্লির স্কোর ২ ওভারে ৮/৩। 

DC vs LSG Live Score: প্রথম ওভারেই দুটো উইকেট হারাল দিল্লি

রান তাড়া করতে নেমেই দুটো উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। শার্দুল ঠাকুর প্রথম ওভারেই ফিরিয়ে গিলেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক ও অভিষেক পোড়েলকে।

IPL Live Score: ২০ ওভার শেষে লখউয়ের স্কোর ২০৯/৮

২০ ওভার শেষে লখনউ সুপারজায়ান্টসের স্কোর ২০৯/৮। ১৯ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকলেন ডেভিড মিলার। দিল্লির বোলারদের মধ্যে স্টার্ক ৩, কুলদীপ ২টো উইকেট নিলেন। 

DC vs LSG Live Score: ১৫ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৭০/৪

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৬ বলে ০ করে ফিরলেন ঋষভ পন্থ। ৩০ বলে ৭৫ করে স্টার্কের বলে বোল্ড পুরান। ১৫ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৭০/৪।

IPL Live Score: ২৪ বলে হাফসেঞ্চুরি পুরানের

২৪ বলে হাফসেঞ্চুরি পুরানের। ১৩ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৬১/২।

IPL Live Score: ১২ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৩৩/২

৩৬ বলে ৭২ রান করে মুকেশ কুমারের বলে ফিরলেন মার্শ। ১২ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৩৩/২।

DC vs LSG Live Score: ৯ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১০৮/১

২১ বলে হাফসেঞ্চুরি মিচেল মার্শের। ৯ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১০৮/১।

DC vs LSG Live Score: ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৬৪/১

বিপ্রাজ নিগম ফেরালেন মারক্রামকে। ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৬৪/১।

IPL 2025 Live: ২ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১২/০

২ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১২/০। ক্রিজে এইডেন মারক্রাম ও মিচেল মার্শ।

DC vs LSG Live Score: কেমন হল লখনউ দল?

লখনউ সুপার জায়ান্টসের একাদশ: এইডেন মারক্রাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, প্রিন্স যাদব, শাহবাজ আমেদ, শার্দুল ঠাকুর ও রবি বিষ্ণোই।

IPL Live Score: খেলছেন না রাহুল

দিল্লি ক্যাপিটালসের একাদশ - জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সমীর রিজভি, অক্ষর পটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা ও মুকেশ কুমার।

DC vs LSG Live Score: প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেলের। 

IPL 2025 Live: খেলছেন না কে এল রাহুল?

দিল্লির হয়ে আজ নাও খেলতে পারেন রাহুল। তাঁর পরিবর্তে কি করুণ নায়ার?

প্রেক্ষাপট

বিশাখাপত্তনম: পুরনো দলই এখন প্রতিপক্ষ। যে দলের নেতৃত্ব দিয়েছেন এক সময়, সেই দলের বিরুদ্ধেই মাঠে নামছেন - আইপিএলে (IPL 2025) এরকম ঘটনা আকছার দেখা যায়। আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে জোরাল ধাক্কা দেন ফিল সল্ট ও সূয়স, শর্মা। সল্ট ঝোড়ো হাফসেঞ্চুরি করেন, সূয়স তুলে নেন আন্দ্রে রাসেলের উইকেট। মনে করিয়ে দেওয়া যাক, সল্ট ও সূয়স - দুজনই গতবার কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।


তবে সোমবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস (DC vs LSG) ম্যাচে এমন দুই ক্রিকেটার জড়িয়ে রয়েছেন, যাঁদের কাছে এই ম্যাচ শুধু পুরনো দলের বিরুদ্ধে খেলাই নয়, বরং রয়েছে আরও উত্তেজক কিছু মশলা। কীরকম?


কে এল রাহুল গত মরশুমে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। তাঁর সঙ্গে লখনউয়ের বিচ্ছেদ খুব মধুর ছিল বলে শোনা যায় না। বরং ছিল তিক্ততা। ম্যাচ হারার পর মাঠেই টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনার শিকার হতে হয়েছিল রাহুলকে। তারপর তাঁর দল বদল করা ছিল কার্যত সময়ের অপেক্ষা। এবার তিনি যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। যদিও অধিনায়ক নন রাহুল। দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর পটেল।


রাহুল যদি হন মুদ্রার এক পিঠ, অন্য পিঠে রয়েছেন ঋষভ পন্থ। যিনি গত মরশুমে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। কিন্তু দিল্লির সঙ্গে পন্থের মতানৈক্য হয়। ঝামেলার জেরেই পন্থ দিল্লি ছাড়তে চান। শোনা যায়, তিনি নিজেই দিল্লিকে জানিয়েছিলেন তাঁকে যেন রিটেন না করা হয়। তারপর নিলাম থেকে তাঁকে কেনে লখনউ। পন্থকেই এবার অধিনায়ক করেছে লখনউ।


 






সোমবার বিশাখাপত্তনমে মুখোমুখি সেই দুই দল - লখনউ ও দিল্লি। যার অর্থ, লড়াই রাহুল বনাম পন্থের। রাহুল যদিও এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে সামান্য সংশয় রয়েছে। সন্তাসম্ভবা স্ত্রী আথিয়ার পাশে থাকতে তিনি বাড়ি গিয়েছিলেন। সোমবারের ম্যাচে খেলবেন কি না, নিশ্চিত নয়। তবে রাহুল নিজে নিশ্চয়ই চাইবেন দিল্লির জার্সিতে মাঠে নেমে লখনউকে হারাতে। তাঁর কাছে যে এটা জবাব দেওয়ার ম্যাচ। 


দিল্লির দ্বিতীয় হোমগ্রাউন্ড বিশাখাপত্তনম। গত আইপিএলে এই মাঠে খেলেই প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন পন্থ। পেয়েছিলেন নায়কের সম্মান। এবার সেই মাঠেই তিনি বিরোধী দলের অধিনায়ক। জমজমাট এক ক্রিকেটীয় লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.