আমদাবাদ: চলতি আইপিএলে 'টক অফ দ্য টাউন' হল 'নোটবুক' সেলিব্রেশন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রথমবার আইপিএল খেলতে নামা দ্বিগেশ রাঠি (Digvesh Rathi) নিজের বোলিংয়ে যতটা প্রভাবিত করেছেন, তাঁর সেলিব্রেশনও ততটাই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই সেলিব্রেশন বিসিসিআই অবশ্য খুব একটা ভালভাবে নেয়নি। বারংবার বেতন কাটার পর দ্বিগেশকে নির্বাসিতও করা হয়েছে। সেই কারণেই তিনি গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (GT vs LSG) মাঠে নামতে পারেননি। তবে তিনি না থাকলে কী হবে, বৃহস্পতিবার কিন্তু তাঁর 'নোটবুক' সেলিব্রেশন মাঠে দেখা গেল।
ম্যাচের শরুর দিকে শুভমন গিলের শটে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল আকাশ সিংহকে (Akash Singh)। ম্যাচের দশম ওভারে মাঠে ফেরেন তিনি আর ফিরেই দলকে সাফল্য এনে দেন। গুজরাত টাইটান্স ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ জস বাটলারকে সাজঘরে ফেরান আকাশ। এরপরেই দ্বিগেশের অনুপস্থিতিতে তাঁর সেই নোটবুক সেলিব্রেশনে মাতেন আকাশ।
লখনউয়ের সাজঘরের দিকে ইশারা করে তারপরেই নোটবুক সেলিব্রেশনে মাতেন আকাশ সিংহ। সম্ভবত দ্বিগেশকেই কার্যত উৎসর্গ করে এই উদযাপন। দ্বিগেশ বারংবার শাস্তি পেয়েছেন। বাটলারকে আউট করে সেই একই সেলিব্রেশন করে এবার আকাশ সিংহও বিসিসিআইয়ের শাস্তির কবলে পড়েন কি না, সেটাই এবার দেখার বিষয় হতে চলেছে।
এদিনের ম্যাচের কথা বলতে হলে প্রথমে ব্যাটিং করে ডাকাবুকো গুজরাত বোলিং আক্রমণকে কার্যত শাসন করে লখনউ। পিঠের চোটের জন্য তাঁর আইপিএল খেলা নিয়েই ছিল সংশয়। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল যে, শুধু ব্যাটার হিসাবে খেলতে পারবেন। বল করতে পারবেন না। লখনউ সুপার জায়ান্টস শুধু ব্যাটার হিসাবেই খেলাচ্ছে মিচেল মার্শকে। তিনি ইনিংস ওপেন করছেন। এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করলেন অস্ট্রেলীয় তারকা।
আইপিএলে তাঁর প্রথম সেঞ্চুরি এটি। চলতি টুর্নামেন্টে প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করলেন তিনি। সঙ্গে ঝোড়ো ব্যাটিং এইডেন মারক্রাম, নিকোলাস পুরানদের। গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ২৩৫/২। ২৩৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে গুজরাত আটকে যায় ২০২/৯।