নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার জেরে আইপিএল (IPL 2025) আপাতত স্থগিত রয়েছে। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আধিকারিকরা রবিবারই আলোচনায় বসেছিলেন। সেই আলোচনার পরে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্ল জানান টুর্নামেন্ট আয়োজন ঘিরে কী করা হবে, কেমন সূচি হবে তা নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় পাকাপাকিভাবে এখনও কোনও সিদ্ধান্ত জানানো না হলেও, যা শোনা যাচ্ছে, তাতে বঙ্গ ক্রিকেটপ্রেমীদের কপাল পুড়তে পারে।
Times of India-র রিপোর্ট অনুযায়ী, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু, এই চার শহরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হতে পারে। এই চার শহরই LOC থেকে বেশ খানিকটা দূরে, পাশাপাশি যোগযাগ এবং অন্যান্য বন্দোবস্ত করতেও এখানে তেমন কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই এই চার শহরকেই বিকল্প হিসাবে বেছে নেওয়া হতে পারে।
সূত্রের খবর, আগামী ১৬ অথবা ১৭ মে থেকে ফের শুরু হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। সেক্ষেত্রে আগামী ৩০ মে বার ১ জুন ফাইনাল হতে পারে। যদিও এখনও পর্যন্ত আইপিএলের তরফে বা বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আইপিএলের নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হওয়ার কথা। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর আয়োজিত হবে হায়দরাবাদে।
রাজীব গাঁধী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ঘিরে সমস্যা নেই। হায়দরাবাদেই কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে। তবে PTI-র রিপোর্ট অনুযায়ী ইডেন থেকে আইপিএল ফাইনাল সরতে পারে। আইপিএল ফাইনালের সম্ভাব্য নতুন দিন ১ জুন ইডেনে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'বর্তমানে প্লে-অফের ভেন্যুগুলিতে কোনওরমক কোনও বদল ঘটানো হয়নি। তবে মনে হচ্ছে ফাইনাল ম্যাচের দিন কলকাতায় বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে আইপিএল ফাইনাল আমদাবাদে খেলা হতে পারে।'
অবশ্য গোটাটাই এখনও জল্পনার পর্যায়ে। রবিবার রাজীব শুক্ল জানান, 'সংঘর্ষ বিরতির আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী ও কর্তারা আগামীকাল পরিস্থিতি পর্যালোচনা করবেন। আণরা টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করব। কোথায় ম্যাচ হবে, তা নিয়েও আলোচনা হবে। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই মাঠগুলির কথা অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' এখন অপেক্ষা সরকারি ঘোষণার।