কলকাতা: রাত পোহালেই শুরু আইপিএল (IPL)। আর প্রথম দিনই জোড়া আকর্ষণ ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। একদিকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, কর্ণ আহুজা। সঙ্গে থাকবে দিশা পাটানির নাচ। তারপরই উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলি-রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু শনিবার সন্ধ্যা ৬টায়। ম্যাচের টস ৭টায়। সাড়ে সাতটায় শুরু ম্যাচ। ম্যাচ শেষ হওয়ার পর ইডেন জনতার বাড়ি ফেরার সুবিধা করে দিতে বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল মেট্রো রেল।
মেট্রো রেল সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ব্লু লাইনে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১২.১৫-তে। সেই ট্রেন দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১২.৪৮-এ। ব্লু লাইনে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১২.১৫-তে। সেই ট্রেন কবি সুভাষ স্টেশনে পৌঁছবে রাত ১২.৪৮-এ। গ্রিন লাইনে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১২.১৫-তে। সেই ট্রেন হাওড়া ময়দান স্টেশনে পৌঁছবে রাত ১২.২৩-এ।
পূর্ব রেলের তরফেও আইপিএলের ম্যাচের দিন থাকছে বিশেষ পরিষেবা। জানানো হয়েছে, আইপিএলের ম্যাচের কথা মাথায় রেখে হাওড়া বিভাগে বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকদের সুবিধার্থে হাওড়া বিভাগের পক্ষ থেকে একটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
হাওড়া বিভাগের ৩৭২৯১ নম্বর হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটির সময়সূচি নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে । ফলে, ম্যাচের দিনগুলিতে এই ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এই বিশেষ ব্যবস্থা ২২ মার্চ ছাড়াও ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে ও ২৫ মে-তেও থাকছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইডেনে ম্যাচের দিনগুলিতে কলকাতার রাস্তায় যানজট একটি বড় সমস্যা। তাই পূর্ব রেলের এই বিশেষ ট্রেন পরিষেবা শুধু দর্শকদের সুবিধাই দেবে না, বরং শহরের যানজট কমাতেও সাহায্য করবে ।