জয়পুর: আইপিএলে (IPL 2025) ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার জয়পুরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক হয় বিহারের কিশোরের। বয়স? মাত্র ১৪ বছর ২৩ দিন। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার।
বৈভবকে খেলতে দেখে মুগ্ধ, হতবাক গুগলের কর্ণধার সুন্দর পিচাই। গুগলের সিইও জানিয়েছেন যে, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ঐতিহাসিক আইপিএল অভিষেক তিনি দেখেছেন। এবং লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে বৈভবের নির্ভীক ব্যাটিং দেখে তিনি মুগ্ধ। ২০ বলে ৩৪ রানের যে ইনিংসের প্রথম বলে শার্দুল ঠাকুরকে মারা একটি দুর্দান্ত ছক্কাও ছিল।
পিচাই সূর্যবংশীর প্রচেষ্টার প্রশংসা করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, ঘুম থেকে উঠে অষ্টম শ্রেণির পড়ুয়া একজনকে আইপিএলে খেলতে দেখে তিনি হতবাক।
সুন্দর পিচাই এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আইপিএলে অষ্টম শ্রেণির এক ছাত্রের খেলা দেখার জন্য ঘুম থেকে উঠেছি! কী অবিশ্বাস্য অভিষেক!'
লখনউয়ের বিরুদ্ধে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে ইনিংস ওপেন করে সূর্যবংশী। আহত সঞ্জু স্যামসনের জায়গায় দলে আসে বিহারের কিশোর। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করে। তরুণ ব্যাটারের আত্মবিশ্বাসী ব্যাটিং জয়পুরের দর্শকরা চেটেপুটে উপভোগ করেছেন। প্রাক্তন ক্রিকেটারেরাও বৈভবকে দেখে মুগ্ধ। জিও হটস্টারে কথা বলতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর বলেন যে, সূর্যবংশীর বাবা-মায়ের জন্য এই দিনটি অবশ্যই একটি গর্বের মুহূর্ত হয়ে থাকবে।
আইপিএল নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে রাজস্থান রয়্যালস দলে নিয়েছিল বৈভবকে। তারপর থেকেই সূর্যবংশীকে নিয়ে ব্যাপক কৌতূহল ছিল। অভিষেক ম্যাচে বৈভব ২০ বলে ৩৪ রান করে সকলের প্রত্যাশা পূরণ করে। অবশেষে এডেন মারক্রামের বলে ঋষভ পন্থ তাকে স্টাম্প করেন। সূর্যবংশী ও জয়সওয়ালের ৮৫ রানের ওপেনিং জুটিও রাজস্থানকে ম্যাচ জেতাতে পারেনি। মিডল অর্ডারের ব্যর্থতায় রুদ্ধশ্বাস ম্যাচ মাত্র ২ রানে জিতে নেয় লখনউ।
যদিও ৩৪ রানে আউট হয়ে বেজায় হতাশ বৈভব। মাঠ ছেড়ে বেরনোর সময় কেঁদেই ফেলল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই সমবেদনা জানিয়েছেন বৈভবকে। পাশাপাশি তাঁকে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে যেভাবে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে বৈভব, তারিফ করার মতোই।