আমদাবাদ: এক দল ফর্ম ও ধারাবাহিকতায় ভর করে এ মরশুমে আইপিএলের (IPL 2025) প্লে-অফে পৌঁছনোর জন্য বেশ ভাল জায়গায় রয়েছে। আরেক দলের না আছে তেমন ফর্ম, না দেখা গিয়েছে তেমন ধারাবাহিকতা। কথা হচ্ছে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের (Gujarat Titans vs Sunrisers Hyderabad)। আজ আইপিএলের মহারমে এই দুই দলই একে অপরের মুখোমুখি হতে চলেছে। 

গুজরাত নিজেদের গত ম্যাচে বৈভব ঝড়ে পরাজয়ের সম্মুখীন হয়েছিল। তবে লিগ তালিকায় এখনও তারা তিনে। আর আজকের ম্য়াচে জিতলেই শুভমন গিলদের শীর্ষে পৌঁছনোর সুযোগ রয়েছে। তাই গুজরাতের উদ্বেগের তেমন কোনও কারণ নেই। তবে সানরাইজার্সের যথেষ্ট কারণ আছে। গত বারের রানার্স আপরা আপাতত নয় ম্যাচে মাত্র তিনটি জিতে আটে রয়েছ। এই ম্যাচে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির পরাজয় মানেই প্লে-অফে পৌঁছনোর জন্য তাদের অপরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। তাই প্যাট কামিন্সদের জন্য আজকের ম্যাচ মরণ-বাঁচন ম্যাচ।  

আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?

আইপিএলে আজ গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ২২ গজের লড়াইয়ে মাঠে নামবে।

কোথায় খেলা হবে গুজরাত বনাম সানরাইজার্সের দ্বৈরথ?

আজ গুজরাত নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে।

কখন শুরু হবে গুজরাত বনাম সানরাইজার্সের লড়াই?

২ মে, শুক্রবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।

কোথায় দেখবেন গুজরাত বনাম সানরাইজার্সের ম্যাচ?

আইপিএলে গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে গুজরাত বনাম সানরাইজার্সের ম্যাচ।

হেড-টু-হেড

দুই দলের মুখোমুখি লড়ািয়ে কার্যত দাপট দেখিয়েছে গুজরাত টাইটান্স। পাঁচ ম্যাচের চারটিতেই সানরাইজার্সকে হারিয়েছেন শুভমন গিলরা।

পিচ ও পরিবেশ

নরেন্দ্র মোদি স্টেডিয়াম মানেই ব্যাটারদের স্বর্গ। ভাল বাউন্স, সুন্দর গতি, সবটাই ব্যাটিংয়ের অনুকূলে। রাতে বেশ শিশিরও পড়ে। তাই আমদাবাদে কিন্তু স্বাভাবিকভাবে বড় বড় রান উঠতে দেখা যায়। আট ম্যাচের মধ্যে পাঁচটিতেই কোনও এক দল দু'শো রানের গণ্ডি পাক করেছে। এই পরিসংখ্যানই এই স্টেডিয়ামের হাই স্কোরিং ভেন্যু হওয়ার পরিচয় দেয়। শিশিরের কথা মাথায় রেখে তাই টস জিতলে যে কোনও অধিনায়কই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ আমদাবাদের তাপমাত্রা দিনের বেলায় ৪৪ ডিগ্রি পর্যন্ত উঠলেও, রাতে তা কমে ২৮ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই।