নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স। ধারাবাহিক রান করে গিয়েছেন। কিন্তু তবুও জাতীয় দলের দরজা খোলেনি তাঁর জন্য। তবে এখনও আশা ছাড়তে নারাজ করুণ নায়ার। আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে নামবেন করুণ। নিজের ধারাবাহিক ফর্ম ধরে রেখে দিল্লিকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করাতে মরিয়া বিদর্ভের ব্য়াটার। 


গত বিজয় হাজারে ট্রফিতে ৯ ম্য়াচে ৭৭৯ রান করেছিলেন করুণ। পাঁচটি শতরান ও একটি অর্ধশতরান ছিল ঝুলিতে। রঞ্জি ট্রফিতে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন কেরালার বিরুদ্ধে। সেটি ছিল টুর্নামেন্টে তাঁর চতুর্থ শতরান রঞ্জিতে। টুর্নামেন্টে মোট ৮৬০ রান করেছিলেন ৫৭.৩৩ গড়ে। 





সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নায়ার বলছেন, ''আমি দীর্ঘদিন ধরেই ক্রিকেট খেলছি। অনেক ওঠাপড়া দেখেছি কেরিয়ারে। শিখেছি কীভাবে খারাপ সময় থেকে ঘুরে দাঁড়াতে হয়। এই মুহূর্তে একটাই লক্ষ্য আমার নিজের ছন্দ ধরে রেখে আইপিএলে পারফর্ম করা ও দলকে জেতানো। মাঠে নেমে নিজের স্বাধীনতা বজায় রেখে খেলতে চাই। নিজের ক্ষমতার মধ্যে এটুকুই রয়েছে পারফর্ম করা। বাকিটা আর আমার হাতে নেই।''



দিল্লি ক্যাপিটালস নিলাম থেকে করুণ নায়ারকে ৫০ লক্ষ টাকায় এবার দলে নিয়েছে। এর আগেও দিল্লি শিবিরে ছিলেন তিনি। করুণ বলছেন, ''দিল্লি ক্যাপিটালসে ফিরতে পেরে খুব ভাল লাগছে। সবার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। সব ম্য়াচই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শুরুটা ভাল করতে পারলে আমার টুর্নামেন্টটাও ভাল যাবে। পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। নতুন ধরণের কিছু শট এই ফর্ম্য়াটে খেলতে হবে।''


 






২০১৬ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। এবার ফের দিল্লি শিবিরে তিনি। করুণ বলছেন, ''তখন আর এখনের মধ্যে ফারাক এই টুকুই যে আমার বয়স বেড়ে গিয়েছে। আর দিল্লি তখন ডেয়ারেভিলস ছিল আর এখন দিল্লি ক্যাপিটালস। তবে আমি উত্তেজিত নিজের ছোটবেলার সতীর্থ কে এলের সঙ্গে একসঙ্গে খেলতে পারব। আইপিএলে ও দুর্দান্ত খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ম্য়াচ জিতিয়েছে দেশকে। আমি ওঁর জন্য় গর্বিত।''


আরও পড়ুন: এখনও সম্পূর্ণ ফিট নন, পন্থদের চিন্তা বাড়িয়ে টুর্নামেন্টে অনিশ্চিত ময়ঙ্ক