নয়াদিল্লি: এ বারের আইপিএল (IPL 2025) একেবারে শেষের পথে। ইতিমধ্যেই গত বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছে। এমন পরিস্থিতিতে মাত্র এক ম্যাচ বাকি থাকতে কেকেআর শিবিরে যোগ দিলেন নতুন সদস্য। হ্যাঁ, এক ম্যাচ বাকি থাকতে নতুন এক ক্রিকেটারকে দলে নিল কেকেআর।
ভারত ও পাকিস্তানের সংঘর্ষের জেরে দিন দশেক স্থগিত থাকার পর আইপিএল পুনরায় গত শনিবারই চালু হয়েছে। দ্বিতীয়বার মরশুম শুরু হওয়ার পর প্রথম ম্যাচেই কেকেআরের মাঠে নামার কথা ছিল। কিন্তু বৃষ্টির জেরে চিন্নাস্বামীতে কেকেআর বনাম আরসিবি ম্যাচ ভেস্তে যায়। এই ম্য়াচের সঙ্গে সঙ্গেই কেকেআর প্লে-অফে পৌঁছনোর স্বপ্নও জলাঞ্জলি যায়। কিন্তু এমন পরিস্থিতিতেও কেকেআর শিবিরে এল নতুন সদস্য।
আইপিএল পুনরায় শুরু হলেও রোভম্যান পাওয়েল এবং মঈন আলি কেকেআর শিবিরে যোগ দেননি। পাওয়েলের পরিবর্তেই কেকেআরে এল এক নতুন স্পিনার। তিনি মধ্যপ্রদেশের শিবম শুক্লা (Shivam Shukla)। কেকেআর শিবিরেই সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী রয়েছেন। দুই বিশ্ববন্দিত স্পিনারই 'মিস্ট্রি স্পিনার' হিসাবে খ্যাত। সেই তালিকায় যুক্ত হলেন শিবম। 'মিস্ট্রি স্পিনার' হিসাবে তাঁরও সুখ্যাতি রয়েছে। রবিবারই ২৯ বছর বয়সি শিবমকে দলে নেওয়ার কথা কেকেআরের তরফে সরকারিভাবে জানানো হয়।
শিবম মধ্যপ্রদেশ টি-২০ লিগের প্রথম এডিশনে সকলকেই প্রভাবিত করেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন। এক ম্যাচে পাঁচটি উইকেটসহ টুর্নামেন্টে মোট ১০টি উইকেট নেন শিবম। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও গত মরশুমে মধ্যপ্রদেশের হয়ে খেলতে দেখা যায় তাঁকে। সেই টুর্নামেন্টে আট ম্যাচে আটটি উইকেট পান শিবম। সৌরাষ্ট্রের বিরুদ্ধে চার উইকেট নেওয়া ছিল তাঁর টুর্নামেন্ট সেরা পারফরম্যান্স।
তাঁর এই পারফরম্যান্সের সুবাদেই সানরাইজার্স হায়দরাবাদে নেট বোলার হিসাবে যোগ দেন শিবম। কাকতালীয়ভাবে সেই সানরাইজার্সের বিরুদ্ধেই তিনি আসন্ন রবিবার, ২৫ মে কেকেআরের হয়ে নিজের অভিষেক ঘটাতে পারেন। নাইটদের এ মরশুমের শেষ ম্যাচে 'মিস্ট্রি স্পিনার'ত্রয়ী প্রথম ও শেষবারের জন্য এ বছর একসঙ্গে খেলতে দেখা যায় কি না, সেটাই এবার লক্ষ্যণীয় বিষয় হতে চলেছে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেই ম্যাচ আয়োজিত হবে।