LSG vs RCB Live: জিতেশের স্বপ্নের ব্যাটিংয়ে অনবদ্য জয়, কোয়ালিফায়ার ১-এ নিজেদের জায়গা নিশ্চিত করল আরসিবি

Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru: আইপিএলে দু'দলের পাঁচবারের সাক্ষাতে ৩ বার জিতেছে আরসিবি। দুইবার জয় ছিনিয়ে নিয়েছে লখনউ।

ABP Ananda Last Updated: 27 May 2025 11:54 PM

প্রেক্ষাপট

লখনউ: আইপিএলে (IPL 2025) আজ লিগের শেষ ম্যাচ। মুখোমুখি লখনউ ও আরসিবি (Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru)। গতকাল পাঞ্জাব কিংস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর প্রথম দুইয়ে থাকা নিশ্চিত...More

LSG vs RCB Live Updates: দুরন্ত জয়

বিধ্বংসী জিতেশের দৌলতে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল আরসিবি। ছয় মেরে দলের জয় সুনিশ্চিত করেন তিনি। ৮৫ রানে  অপরাজিত থাকেন তিনি। ৪১ রানে অপরাজিত থাকেন ময়ঙ্ক।