লখনউ: পাঁচবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়নকে হারিয়েছে তাঁর দল। পঞ্চাশ-পঞ্চাশ অবস্থা থেকে ম্যাচ বার করেছে। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সও ম্লান তাঁর দলের সামনে।
স্বাভাবিকভাবেই খোশমেজাজে লখনউ সুপার জায়ান্টসের (LSG) কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। শুক্রবার রাতে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে এসে নিখুঁত অভিনয় করে হতবাক করে দিলেন সকলকে।
ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন লখনউয়ের কোচ ল্যাঙ্গার। বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। তার মাঝেই একটি ফোন তাঁর সামনে টেবিলের ওপর বেজে ওঠে।
মোবাইল ফোনটি ল্যাঙ্গারের নয়। বরং সাংবাদিক সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের। সাংবাদিক সম্মেলন চলার মধ্যেই ফোন আসে ওই সাংবাদিকের। ফোনটি হাতে নিয়ে ল্যাঙ্গার দেখেন, স্ক্রিনে জ্বলজ্বল করছে 'মা কলিং'। ল্যাঙ্গার ফোন হাতে তুলে নিয়ে প্রশ্ন করেন, 'মা কে?' তারপর ওই সাংবাদিকের অনুমতি নিয়ে ফোনটি রিসিভ করেন ল্যাঙ্গার।
নিখুঁত অভিনয় করে ল্যাঙ্গার বলেন, 'হ্যালো মা। এখন রাত ১২টা ৮ বাজে। আমি সাংবাদিক সম্মেলনে আছি।' ফোনের অপর প্রান্তে থাকা সাংবাদিকের মা কী উত্তর দিলেন সেটা অবশ্য জানা যায়নি। সাংবাদিক সম্মেলনে তখন হাসির রোল। ল্যাঙ্গারের আচরণের প্রশংসা করেছেন সকলে। যেভাবে তিনি ওই সাংবাদিকের মায়ের সঙ্গে কথা বলে তাঁর দুশ্চিন্তা কাটিয়েছেন, তার প্রশংসা করছেন নেটিজেনরা। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
টুর্নামেন্টের আগে বোলিং আক্রমণ নিয়ে উদ্বেগে ছিলেন ল্যাঙ্গার। কারণ, দলের প্রধান বোলারদের মধ্যে একাধিক তারকার চোট। মহসিন খান তো টুর্নামেন্ট থেকে ছিটকেই যান। তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরকে নিয়েছে এলএসজি। ময়ঙ্ক যাদবের চোটের আপডেট দিলেন লখনউ কোচ। ল্যাঙ্গার বলেন, 'এনসিএ-তে ও যথেষ্ট পরিশ্রম করছে। আমি ওর বোলিংয়ের ভিডিও দেখেছি। আমার মতে এই মুহূর্তে ভারতে ওর থেকে দ্রুত গতির বোলার আর নেই। আমরা দেখেছি গতবার ও কত ভাল বল করেছে। ময়ঙ্ক ফিরলে সেটা আইপিএল ও ভারতীয় দল - সকলের জন্যই ভাল। সেই জন্যই ওকে নিয়ে এত আলোচনা হচ্ছে।'
চোট সারিয়ে দলে ফিরেছেন আকাশ দীপ। আবেশ খানও ফিট।