মুম্বই: আর কিছুক্ষণ পরেই মায়ানগরীতে মহারণ। আইপিএলের (IPL 2025) 'এল ক্লাসিকো'-তে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। সেই ম্যাচের আগে এ কী কাণ্ড ঘটল! ব্যাট নিয়ে প্রাক্তন সতীর্থকে মারতে ছুটলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)!
ওয়াংখেড়েতে রবিবাসরীয় সন্ধেতে মাঠে নামবে আইপিএলের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি। তার আগে নিয়মমতোই শনিবার জোরকদমে অনুশীলনে গা ঘামান দুই দলের তারকা ক্রিকেটাররাই। সেই অনুশীলন চলাকালীনই প্রাক্তন সতীর্থ দীপক চাহারকে (Deepak Chahar) মারতে ছুটলেন ধোনি। ঘটনাটা ঠিক কী? অনুশীলনে ব্যাট করার জন্য প্রস্তুতি নেওয়া ধোনিকে হাসতে হাসতে কিছু বলতে দেখা যায় চাহারকে। তারপরেই নেটের পাশে রাখা ব্যাট তুলে ধোনি তাঁকে মারতে ছোটেন। তবে দুইজনের মুখেই ছিল হাসি। অর্থাৎ গোটাটাই যে মজার ছলেই হয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।
সেই ২০১৬ থেকে ২০২৪, নয় মরশুম ধোনির সঙ্গেই আইপিএলে নিজের ক্রিকেটটা খেলেছেন চাহার। এ মরশুমে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেওয়ায় ৩২ বছর বয়সির প্রিয় মাহি ভাইয়ের থেকে বিচ্ছেদ হয়েছে বটে। তবে দুই তারকার সম্পর্কই দারুণ মিষ্টিমধুর। এমনকী চাহারকে সিএসকে ম্যাচ চলাকালীন তাঁর ভালবাসার মানুষকে প্রস্তাব দেওয়ার পরামর্শটা পর্যন্ত ধোনির দেওয়া। তাই দুই তারকার সাক্ষাৎকারে হাসি মজা হবে না, এমনটা আবার হয় না কি?
চিপকে সিএসকের বিরুদ্ধে ম্যাচের সময়ই ধোনি ক্রিজে নামতে চাহারকে ধোনিকে খোঁচা মারতে দেখা গিয়েছিল। ধোনি ব্যাটে নামলে জোরে জোরে হাততালির পাশাপাশি তিনি শর্ট সিলি পয়েন্টে ফিল্ডারের ঈশারাও করেছিলেন। সেটাও ছিল মজার ছলে। ঠিক এক বন্ধুর সঙ্গে অপর বন্ধুর মজা করে ঠেস দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টা ঠিক তেমনই। ওয়াংখেড়েতে অনুশীলনের ফাঁকে ধোনির সঙ্গে বেশ খানিকটা আড্ডা দিলেন চাহার। তার আগেই মজাদার এই কাণ্ডটা দেখা গেল।
ধোনিকে এর আগেও অবশ্য আরেক সিএসকে প্রাক্তনীকে দেখে বেশ খোঁজা দিতে দেখা গিয়েছিল। ঘটনাটি সিএসকে বনাম কেকেআর ম্যাচের। চিপকে সেই ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডোয়েন ব্র্যাভোকে দেখে 'প্রতারক আসছে' বলে খোঁচা দিয়েছিলেন ধোনি। মোটের ওপর ৪৩-র ধোনি যে এবারের আইপিএলে খোশমেজাদে সবটা উপভোগ করছেন, তা কিন্তু বলাই বাহুল্য।