নয়াদিল্লি: স্পাইডার ক্যাম থেকে শুরু করে ডিআরএস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL News) আগেও ক্রমাগত অত্যাধুনিক প্রযুক্তি দেখা গিয়েছে। এবার IPL-এর সম্প্রচার দলে যুক্ত হল একজন নতুন সদস্য। IPL-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয়েছে যে, এবার একটা রোবোটিক কুকুরও সম্প্রচার দলের অংশ হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন বলছেন যে, এই রোবোটিক কুকুর এখন IPL-এর সম্প্রচার দলের জন্য ম্যাচ রেকর্ড করার কাজ করবে।


এই রোবোটিক কুকুরটি অনেক বিশেষ বৈশিষ্ট্যে সজ্জিত এবং সম্প্রচারের জন্য ক্যামেরা লাগানো আছে এর শরীরে। এই রোবটকে ড্যানি মরিসনের কথা মেনে চলতেও দেখা গিয়েছে। এই কুকুরটিকে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতেও দেখা গিয়েছে এবং এমনকী, দুই পায়ে দাঁড়িয়ে সে রিস টপ্লে-কে চমকে দিয়েছে। তাকে আম্পায়ারের ভঙ্গিতে টিভি রিভিউর মতো ইশারা করতে দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকেও তার সঙ্গে মজা করতে দেখা গিয়েছে।


দিল্লি-মুম্বইয়ের খেলোয়াড়রা হতবাক


IPL 2025-এ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে উভয় দল অনুশীলন করছে তখন। আচমকা মাঠে প্রবেশ করে রোবোটিক কুকুর। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, "এটা কী?" অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার রিস টপ্লেও অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, "এটা কী ধরনের কুকুর?" এরপর সেই রোবট হার্দিক পাণ্ড্যর কথা মতো কাজ করার পর MI-এর অধিনায়ক তাকে 'গুড বয়' বলে ডাকেন।






IPL-এ রোবট কুকুর কেন এল?


এই রোবোটিক কুকুর এখন IPL-এর ম্যাচগুলির লাইভ অ্যাকশন বিভিন্ন কোণ থেকে রেকর্ড করবে। এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হল দর্শকরা যাতে বিভিন্ন নতুন কোণ থেকে ম্যাচ উপভোগ করতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রিকেট অনুরাগীদের কাছে অনুরোধ করা হয়েছে যাতে, তাঁরা যেন এই রোবোটিক কুকুরের জন্য দারুণ একটি নাম ঠিক করে দেন।