MI vs KKR Live: ৮ উইকেটে কেকেআরকে হারিয়ে প্রথম পয়েন্ট মুম্বইয়ের, তালিকায় সকলের শেষে নেমে গেল নাইটরা

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বিরাট হার কেকেআরের। ৪৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিলেন হার্দিক পাণ্ড্যরা।

ABP Ananda Last Updated: 31 Mar 2025 10:26 PM

প্রেক্ষাপট

মুম্বই: আইপিএলে (IPL 2025) গত মরশুমের চ্যাম্পিয়ন দল কেকেআর। তাঁদের এবারের শুরুটা একেবারেই ভাল হয়নি। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারতে হয়েছিল। যদিও দ্বিতীয় ম্য়াচেই রাজস্থান রয়্যালসকে...More

IPL Live Score: চলতি আইপিএলে প্রথম জয় মুম্বইয়ের

মুম্বই ইন্ডিয়ান্সকে রুখে দেওয়ার জন্য কেকেআরের হাতে কোনও অশ্বনী কুমার ছিল না। যে কারণে, শুরুতে উইকেট পড়লেন, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে কোনও ধস নামল না। পরিস্থিতি সামলে দিলেন রায়ান রিকেলটন, রোহিতরা। ৪৩ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে রোহিত-হার্দিক পাণ্ড্যদের প্রথম জয়।